অনলাইন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান এস এস এল কমার্জ এর “এস এস এল কমার্জ মার্চেন্ট মিটআপ ২০১৬’ অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন,মঙ্গলবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে এস এস এল কমার্জ সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে এ মিট আপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস.এস.এল কমার্জ এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।
জেনারেল ম্যনেজার আশিস চক্রবর্তী বলেন, আমাদের দেশে বর্তমানে ই-কমার্স খাত বেশ ভালো ভাবেই এগিয়ে চলেছে। এ ক্ষেত্রে যে সেবাটি সাধারণত বেশি নির্ভরযোগ্যভাবে প্রয়োজন হয় তা হচ্ছে অনলাইন পেমেন্ট সেবা। আর অনলাইন পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান এস এস এল কমার্জ এ ক্ষেত্রে দারুন কাজ করছে।
অনুষ্ঠানে এস এস এল কমার্জ এর আসন্ন নতুন ৪টি সার্ভিস প্রেজেন্টেশনের মাধ্যমে মার্চেন্টদের মাঝে সম্পূর্ণ বর্ণনা তুলে ধরেন নাজমুস সাকেব (হেড অফ ই-কমার্স সার্ভিস)। এছাড়াও “ই এম আই” এবং “কুইক পে” নামক নতুন আরো দুটি সার্ভিস এর বর্ণনা তুলে ধরা হয় এই অনুষ্ঠানে । অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিলো এস এস এল কমার্জ মার্চেন্টদের সঙ্গে আলোচনা পর্ব । আলোচনা পর্বে মার্চেন্টরা এস এস এল কমার্জ নিয়ে বিভিন্ন মš—ব্য এবং সন্তুষ্টের কথা তুলে ধরেন ।
এস এস এল কমার্জ সম্পর্কে মার্চেন্টদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যৌথভাবে শাহজাদা রেদওয়ান(চিফ ট্যাকনিকাল অফিসার) ইফতেখার আলম(হেড অফ ইঞ্জিনিয়ার) এবং মাহবুব উর রাশীদ খান(ম্যনেজার-ই বিজনেস)।
নাজমুস সাকেব বলেন,সাধারণ পেমেন্ট সেবার বাইরে অনলাইনভিত্তিক উন্নত পেমেন্ট সেবা দিতে এস এস এল কমার্জ বদ্ধপরিকর। আমরা আমাদের মার্চেন্টদের সর্বোচ্চ সেবা দিতে চাই এবং তথ্যপ্রযুক্তি সুবিধার সঙ্গে পরিচিত করেও তুলতে চাই।এস এস এল কমার্জ ইতিমধ্যে দেশের প্রায় ৮৩ শতাংশ অনলাইন পেমেন্ট সেবায় নিয়োজিত রয়েছে ।
২০১০ সাল থেকে এস এস এল কমার্জ যাত্রা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি ৯০০ শত এর বেশি মার্চেন্টদের সেবা প্রদান করে আসছে।