এশিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ট্যুরিজম এক্সপো ২০১৭- এর অনলাইন পার্টনার বিক্রয় ডট কম

সেমস্ গ্লোবাল আয়োজিত ‘১১তম এশিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ট্যুরিজম এক্সপো ২০১৭’; ‘কিডস্ এন্ড টয়েজ এক্সপো ২০১৭’; ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ২০১৭’ এবং ‘বিউটি এন্ড ফিটনেস এক্সপো ২০১৭’-এর অনলাইন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বিক্রয়ডটকম। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-তে ১২ ডিসেম্বর শুরু হওয়া এই আন্তর্জাতিক প্রদর্শনী চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

আগ্রহীরা বিক্রয় -এর পোর্টাল থেকে এশিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ট্যুরিজম এক্সপো সম্পর্কে সার্বক্ষণিক যাবতীয় তথ্য ও আপডেট পাবেন। প্রদর্শনীতে প্রায় ২২০টি স্টলে সাজানো এই আন্তর্জাতিক প্রদর্শনীতে থাকছে ইলেকট্রনিক্স, যোগাযোগ প্রযুক্তি, খাদ্য ও পানীয়, স্বাস্থ্য সেবা পণ্য, প্রসাধন সামগ্রী, গৃহসজ্জা সামগ্রী, ফ্যাশন, বিউটি ও লাইফস্টাইল পণ্য ও সেবা এবং কারু ও হস্তশিল্প- এর বিশাল সমাহার। শিশুদের জন্য থাকছে হরেক রকমের খেলনা ও আনুসঙ্গিক পণ্য সামগ্রী। এছাড়াও ট্যুরিজম ও সার্ভিস উপকরণের জন্য থাকছে বিশেষ আয়োজন। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন- এফআইইও ইন্ডিয়া এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০.৩০ থেকে রাত ৯.০০ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এশিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ট্যুরিজম এক্সপো ২০১৭-এর অনলাইন পার্টনার হিসেবে যুক্ত হওয়ার বিষয়ে বিক্রয় ডট কম-এর ক্যাটাগরি ম্যানেজমেন্ট-এর সিনিয়র ম্যানেজার ইসা আবরার আহমেদ বলেন, “ট্যুরিজম ও ব্যবসা খাতে অন্যতম বৃহৎ এই আন্তর্জাতিক প্রদর্শনীর অনলাইন পার্টনার হিসেবে যুক্ত হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমরা আশা করি, এর মাধ্যমে বিক্রয় ডট কম-এর সম্মানিত গ্রাহক ও ভিজিটররা এই প্রদর্শনী সম্পর্কে নিয়মিত আপডেট পেয়ে উপভোগ করতে পারবেন”।

Share This:

*

*