৯,৯৯৯ টাকায় সারাদেশে রিয়েলমি’র সকল আউটলেটে পাওয়া যাচ্ছে ব্র্যান্ডটির এন্ট্রি-লেভেলের নতুন স্মার্টফোন রিয়েলমি সি৩০। সম্প্রতি, তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি সি৩০ স্মার্টফোনটি দেশের বাজারে উন্মোচন করেছে। নিকটস্থ রিয়েলমি শপ থেকে কেনার জন্য ভিজিটঃ https://www.realme.com/bd/store-address
ব্র্যান্ড হিসেবে রিয়েলমি সবসময় তরুণদের পছন্দকে অগ্রাধিকার দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায়, এন্ট্রি-লেভেলে আকর্ষনীয় ডিজানের সাথে হাই-পারফর্মেন্স প্রসেসরের নতুন স্মার্টফোন রিয়েলমি সি৩০ নিয়ে এসেছে ব্র্যান্ডটি। এতে রয়েছে ইউনিসক টি৬১২’র শক্তিশালী প্রসেসর, যার আনটুটু স্কোর ২ লাখের ওপরে। এছাড়াও, রয়েছে ইউএফএস ২.২ হাই-স্পিড ফ্ল্যাশ স্টোরেজ, যা ফোনটিতে ডেটা ব্যবহারের ক্ষেত্রে নিশ্চিত করবে দুর্দান্ত অনুভূতি। একই প্রাইস-সেগমেন্টের ফোনগুলোর মধ্যে এই ডিভাইসটিকে অনন্য করেছে এর ৮.৫ মিলিমিটার আলট্রা-স্লিম ভার্টিকাল স্ট্রাইপ ডিজাইন।
প্রযুক্তিপ্রেমী তরুণদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে রিয়েলমি সি৩০ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে দুর্দান্ত সব ফিচার। এর মধ্যে রয়েছে- ৮৮.৭ শতাংশ স্ক্রিন-রেশিও সহ ৬.৫ ইঞ্চি মেগা ডিসপ্লে, যা ডিভাইসটি ব্যবহার করার ক্ষেত্রে এর ব্যবহারকারীদের দিবে আনন্দদায়ক অনুভূতি। এছাড়া ব্যবহারকারীদের ফোন চার্জ করার চিন্তা থেকে মুক্তি দিতে ডিভাইসটিতে রয়েছে ৫,০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি। এই বিশাল ব্যাটারির সাহায্যে একটানা ১০২ ঘণ্টা পর্যন্ত অডিও শুনতে পারবেন ব্যবহারকারীরা। আর এই সবগুলো সেরা ফিচারসমৃদ্ধ রিয়েলমি সি৩০ ডিভাইসের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। বিস্তারিত জানতে ভিজিটঃ https://www.realme.com/bd/realme-c30
বাংলাদেশে প্রযুক্তিপ্রেমী তরুণদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নিরলস কাজ করে যাচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি। তরুণদের যা যা প্রয়োজন তার সবই ফোনটিতে যুক্ত করা হয়েছে। এছাড়া স্মার্টফোনে সর্বোত্তম পারফরমেন্স নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ রিয়েলমি। সি-সিরিজের এ নতুন মডেলের মাধ্যমে, রিয়েলমি নিজেদের সেরা মূল্যে সেরা স্মার্টফোন অভিজ্ঞতা প্রদানের প্রত্যয়কেই প্রতিফলিত করেছে।