এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের লাইসেন্সিং চুক্তি সই

বাংলাদেশে কার্টুন নেটওয়ার্ক এন্টারপ্রাইজেস (সিএনই) ও ওয়ার্নার ব্রাদার্সের (ডবি-­উবি) অনুমোদিত প্রতিনিধি এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড সম্প্রতি নতুন লাইসেন্সপ্রাপ্ত বা সনদধারীদের নিয়ে ঢাকার ওয়েস্টিন  হোটেলে এক নৈশভোজ ও আলোচনা সভার আয়োজন করেছে। টার্নার ব্রডকাস্টিং অ্যান্ড ওয়ার্নার ব্রাদার্সের অনুমোদিত এজেন্ট বা ফ্র্যাঞ্চাইজি হিসেবে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড ২০১২ সাল থেকে বাংলাদেশের বাজারে কাজ করে আসছে।

 

 

ছবি ক্যাপশন

বাঁ থেকে বাটা বাংলাদেশের রিটেইল ম্যানেজার সিন কী লী; ইনট্যালেকচ্যুয়াল প্রোপার্টি অ্যাসোসিয়েমন বাংলাদেশের মহাপরিচালক (ডিজি) জনাব মো. আজিজুর রহমান এফসিএস; এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি ও সিইও জনাব আবু দাউদ খান; বাটা বাংলাদেশের এমডি জনাব চিপ্তান কানহাসিরি; বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড, বাংলাদেশের ভাইস চেয়ারম্যান জনাব জসীম উদ্দিন; টার্নার ব্রডকাস্টিং এশিয়া-প্যাসিফিকের বিপণন পরিচালক (দক্ষিন এশিয়া অঞ্চল) আনন্দ সিং এবং ফু-ওয়াং ফুডস লিমিটেডের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম এ এস সাদেক, পিএসসি।

Share This:

*

*