হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনিমোবাইলের নির্মাতা প্রতিষ্ঠান এডিসন গ্রুপের উদ্যোগে সম্পন্ন হয়েছেআন্তঃ কর্পোরেট টিটি টুর্নামেন্ট।এডিসন টিটি টুর্নামেন্ট নামে আয়োজিত প্রথম আসরেইসিংগেলস এ চ্যাম্পিয়ন হয়েছেন স্ট্র্যাটেজিক এইচ আর ডিপার্টমেন্ট এর মুশফিউল আলম সিদ্দিকিএবং রানার আপ হয়েছেন প্রডাক্ট ম্যানেজম্যান্ট ডিপার্টমেন্ট এর কামরুজ্জামান। ডাবলস এ চ্যাম্পিয়ন হয় আব্দুল মমিন শশী ও কামরুজ্জামান এবং রানার আপ হয়েছেন আহমেদ পাশা ও মুশফিউল আলম সিদ্দিকি।
উত্তেজনাকর ফাইনালে শশী ও কামরুজ্জামান ২০-১৭ পয়েন্টেরব্যবধানে হারান আহমেদ পাশা এবং মুশফিককে। চ্যাম্পিয়ন দলেরহাতে ট্রফি তুলে দেন এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, জনাব জাকারিয়া শহীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের ডিরেক্টর, মার্কেটিং আশরাফুল হক, ডিরেক্টর, কর্পোরেটএ্যাফেয়ার্স, মেজর আব্দুল মালেক মিয়াজী, সিনিয়র জেনারেল ম্যানেজার, আফজাল হোসেন খান।