বাজারে পাওয়া যাচ্ছে এডাটার ১৬জিবি ও ৩২ জিবি পেনড্রাইভ। পেনড্রাইভের মডেলগুলো হলো ইউভি১৩১, এস১০২ প্রো, এস১০৭। উপোরক্ত মডেলগুলো ১৬জিবি এবং ৩২জিবি পর্যন্ত পাওয়া যাচ্ছে। এই পেনড্রাইভগুলো বর্তমানে গ্রে, ব্ল্যাক-ব্লু, ব্ল্যাক-ইয়োলো, ব্ল্যাক-রেড সহ আরও আকর্ষণীয় রং এর এবং ডিজাইনে পাওয়া যাচ্ছে। মূলত এই পেনড্রাইভ গুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা থেকে শুরু করে ১২০০ টাকা পর্যন্ত এবং সাথে থাকছে আজীবন বিক্রোয়ত্তর সেবা। শুধু তাই নয় সাথে আরও থাকছে একটি আকর্ষণীয় এডাটা মগ ফ্রি। এডাটা পেনড্রাইভের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। বিস্তারিত : ০১৯৭৭৪৭৬৫৪০।