এখানেই ডট কমের ভাগ্য খুলবে ভ্যালেন্টাইনে প্রতিযোগিতা

ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘ভাগ্য খুলবেই ভ্যালেন্টাইনে’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করেছে এখানেই ডট কম। গত ০২ ফ্রেবুয়ারী থেকে প্রতিযোগিতাটি চালু করেছে অনলাইন ক্লাসিফাইড ভিত্তিক এ প্রতিষ্ঠানটি। প্রতিযোগিতায় জয়ী হতে তিনটি ধাপ পার করতে হবে অংশগ্রহণকারীদের। বিজয়ীদের জন্য এখানেই ডট কমের পক্ষ থেকে রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কার।

 

১৮ বছর বা এর উর্ধ্বে যাদের বয়স তারা অংশ নিতে পারবে ‘ভাগ্য খুলবে ভ্যালেন্টাইনে’ প্রতিযোগিতায়। প্রথমেই একজন প্রতিযোগিকে ১০,০০০ টাকা মূল্যের যেকোন নতুন বা ব্যবহার করা হয়েনি এমন আইটেম এখানেই ডট কমের সাইটে আপলোড করতে হবে। পরবর্তীতে আপলোড করা আইটেমের লিংক এখানেই ডট কমের ফেইসবুক পেইজে পোস্ট করতে হবে আর এ মধ্য দিয়েই প্রতিযোগিতায় অংশ নেয়ার মূল ধাপ পার করা হয়ে যাবে। অবশেষে ফেইসবুক পেইজে পোস্ট করা লিংকে কমেন্ট হিসেবে উল্লেখ করতে হবে যে, ভালোবাসা দিবসে সে তার ভালোবাসার মানুষটিকে ১০,০০০ টাকা মূল্যের উপহার দিতে চায়।

ফেইসবুকে অসংখ্য কমেন্ট থেকে এখানেই ডট কমের বিচারকগণ যুক্তি ও সচ্ছতার ভিত্তিতে সেরা তিন প্রতিযোগিকে বিজয়ী ঘোষণা করবেন। পরবর্তীতে বিজয়ীদের ভালোবাসা দিবসে যার যার প্রিয়জনকে ১০,০০০ টাকা মূল্যের আকাক্সিক্ষত পুরস্কার উপহার হিসেবে দিবে এখানেই ডট কম।

এখানেই ডট কমের আয়োজনে গত ০২ ফেব্রয়ারি (মঙ্গলবার) থেকে শুরু হওয়া বিশেষ এই প্রতিযোগিতাটি চলবে আগামি ০৯ ফেব্রæয়ারি, ২০১৬ (মঙ্গলবার) পর্যন্ত। বিস্তারিত তথ্যের জন্য এখানেই.কমের অফিসিয়াল ফেইসবুক পেইজ (www.facebook.com/Ekhaneicom) ভিজিট করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Share This:

*

*