এখনও চলছে স্মার্ট এর ঈদ অফার

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে স্মার্ট টেকনোলজিস পরিবেশিত এসার এবং ডেল ল্যাপটপের উপর ঘোষিত ঈদ অফারগুলো ঈদ পরবর্তী সময়েও চলবে। অফার অনুযায়ী, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ পরিবেশিত যেকোন এসার ল্যাপটপ কিনলেই ক্রেতাসাধারন পাচ্ছেনন একটি স্ক্র্যাচ কার্ড যা ঘষে জিতে নিতে পারবেন ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা এয়ার টিকেট, ঢাকা-কাঠমুন্ডু-ঢাকা এয়ার টিকেট, ৪২ ইঞ্চি এলইডি টিভি, ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল, প্রাইজবন্ড, শপিং ভাউচার সহ অসংখ্য নিশ্চিত উপহার। অন্যদিকে, স্মার্ট টেকনোলজিস পরিবেশিত নির্দিষ্ট সিরিজের ডেল ল্যাপটপ কিনলেই কাস্টমারগন স্ক্র্যাচকার্ড ঘষে পাচ্ছেন এয়ার কন্ডিশন, এলইডি টিভি, ঢাকা-নেপাল-ঢাকা এয়ার টিকেট, মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল, ব্লেন্ডার, আয়রন, শপিং ভাউচার এবং প্রাইজ বন্ড সহ নিশ্চিত উপহার। উল্লেখ্য, এই অফারগুলো স্টক থাকা পর্যন্ত চলবে।

Share This:

*

*