আজ বিটিআরসিতে বেলা সাড়ে তিনটার দিকে গ্রামীণফোনের চার সদস্যের একটি প্রতিনিধি দল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিটিআরসির হাতে এক হাজার কোটি টাকার পে অর্ডার তুলে দেয়। গ্রামীণফোনের টিম লিড করেন হেড অব রেগুলেটরি সাদাত হোসেন।
সংবাদ সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন,আজকের দিনটা সরকার ও গ্রামীণফোনের জন্য শুভদিন। টাকার জন্য গ্রামীণফোন বিভিন্ন স্থানে গিয়েছে, দেন-দরবার করেছে, কিন্তু রাষ্ট্রীয় টাকা আমরা কিছু করতে পারিনি। এটা আদালতের আদেশ ছিল, সুপ্রিম কোর্ট সাংবিধানিক প্রতিষ্ঠান। সুপ্রিম কোর্টের আদেশ মানা আমাদের দায়িত্ব ও কর্তব্য। টাকাটা দিয়ে দেয়ায় গ্রামীণফোনকে ধন্যবাদ জানাই।
অন্যদিকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন সুখবরটা পেলামই। গ্রামীণফোন ১ হাজার কোটি টাকা প্রদান করেছে।