এক হয়ে মিলে কাজ করার প্রত্যয়ে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাপ্রদানকারী অপারেটর বাংলালিংকের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে দেশের উদীয়মান স্টার্টআপ পাঠাও। চুক্তি অনুযায়ী, কর্পোরেট সল্যুশন ও বিভিন্ন ক্যাম্পেইনে ভবিষ্যতে এক হয়ে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। এছাড়া পাঠাও-এর ডেলিভারি এজেন্টদের সিম কার্ড প্রদান করবে বাংলালিংক।
নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলালিংকের বিটুবি বিজনেসের পরিচালক (ভারপ্রাপ্ত) ফাহমিদুল হাসান এবং পাঠাও-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হুসেইন এম. ইলিয়াস। রাজধানীর গুলশানে অবস্থিত পাঠাও-এর প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বাংলালিংকের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিটুবি প্রোডাক্ট ও মার্কেটিং বিভাগের প্রধান রফিক আহমেদ; লার্জ কর্পোরেট সেগমেন্টের প্রধান মো. মশিউর রহমান; এসএমই বিভাগের প্রধান মো. বাকি বিল্লাহ; কর্পোরেট গ্রুপ ম্যানেজার পারভেজ আহমেদ; কর্পোরেট গ্রুপ ম্যানেজার রিয়াজ উদ্দিন খান; কর্পোরেট অ্যাকাউন্ট ম্যানেজার আফজাল খান এবং মার্কেটিং কমিউনিকেশনস ম্যানেজার রিফাত মাহজাবিন প্রমুখ।
পাঠাও-এর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিজনেস ডেভলপমেন্ট ডিরেক্টর ইফতেজার সাঈদ; ফুলফিলমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট নূর সাঈদ; অপারেশনস এন্ড বিজনেস এক্সপানশন বিভাগের সিনিওর ম্যানেজার জিয়া উ আহমেদ; বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার গোলাম ইশফাক এবং প্রোজেক্ট ম্যানেজার মাহফুজুল আমিন শেখ প্রমুখ।