এইচপি-র পণ্য পাওয়া যাবে সিঙ্গার আউটলেটে

বিশ্বখ্যাত আমেরিকান আইটি ব্র্যান্ড এইচপি-র পণ্যসমূহ এখন থেকে সিঙ্গার বাংলাদেশের সকল আউটলেটে পাওয়া যাবে। সম্প্রতি সিঙ্গার বাংলাদেশের কর্পোরেট হেড অফিসে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন এইচপি ইনকর্পরেট-এর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব ইমরুল হোসাইন ভুঁইয়া এবং সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এম. এইচ. এম. ফাইরোজ। এ চুক্তির আওতায়, দেশব্যাপী সিঙ্গার তাদের আউটলেটগুলোতে এইচপি-এর বিভিন্ন পণ্য বিক্রি শুরু করবে।

সিঙ্গার বাংলাদেশের হেড অফিসে এই চুক্তি সম্পাদন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এইচপি-র বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সালাউদ্দিন মোহাম্মদ আদেল ও মার্কেটিং স্পেশালিষ্ট ফাহিমা আফরিন এষা এবং সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ভাজিরা তেন্নাকুন, সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী ও প্রোডাক্ট ম্যানেজার জাহিদুল হাসান।

ছবিতে (বাম থেকে সিঙ্গার বাংলাদেশের সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী, সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ভাজিরা তেন্নাকুন, সিঙ্গার বাংলাদেশের প্রোডাক্ট ম্যানেজার জাহিদুল হাসান, সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এম. এইচ. এম. ফাইরোজ, এইচপি ইনকর্পরেট-র বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব ইমরুল হোসাইন ভুঁইয়া, এইচপি ইনকর্পরেট-র বাংলাদেশের মার্কেটিং স্পেশালিষ্ট ফাহিমা আফরিন এষা, এইচপি ইনকর্পরেট-র বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সালাউদ্দিন মোহাম্মদ আদেল)

Share This:

*

*