এইচপি ব্রান্ডের মোবাইল ডিস্ক বাজারে

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে এইচপি ব্রান্ডের আকর্ষনীয় মোবাইল ডিস্ক ড্রাইভ। ইউএসবি ৩.০ প্রযুক্তি সম্পন্ন এই মোবাইল ডিস্কের রিডিং স্পীড ৭৫ মেগাবাইট পার সেকেন্ড এবং রাইটিং স্পীড ৩০ মেগাবাইট পার সেকেন্ড। বর্তমানে ৬৪ জিবি, ৩২ জিবি এবং ১৬ জিবি স্পেস এর মোবাইল ডিস্ক বাজারে ছাড়া হয়েছে যার মূল্য যথাক্রমে ২০৫০ টাকা, ১০৫০ টাকা এবং ৭৫০ টাকা। মেটাল বডির এই পেনড্রাইভে রয়েছে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি। বিস্তারিত: ০১৭৩০৩১৭৭৮৭।

Share This:

*

*