এইচটিসি নতুন একটি স্মার্টফোন বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এই স্মার্টফোনের নাম ওয়ান এক্স-৯। এটা ওয়ান এ-৯ মডেলের আরো উন্নত রূপ।
এইচটিসির এই স্মার্টফোনের দাম প্রায় ৩৭০ ইউএস ডলারের মতো হবে। এটা শীঘ্রই বিক্রির জন্য বাজারে ছাড়া হবে বলেও জানানো হয়।
ওয়ান এক্স-৯ এর ৫.৫ ইঞ্চি সম্পূর্ণ এইচডি ডিসপ্লে রয়েছে। এটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হবে। তবে এটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কোন ভার্সন দ্বারা পরিচালিত হবে তা জানানো হয় নি।
স্মার্টফোনটি ৩ গিগাবাইট র্যাম দ্বারা পরিচালিত হবে। এছাড়াও এর রয়েছে ৩২ গিগাবাইট স্টোরেজ ক্ষমতা এবং এতে আরও ৩২ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সংযুক্ত করা যাবে।
এইচটিসির নতুন এই স্মার্টফোনের ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এটা ২জি, ৩জি, ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি ইত্যাদি সাপোর্ট করবে।