উবারের নতুন উদ্দ্যেগ

বিশ্বের সবচেয়ে বড় ও অন-ডিমান্ড রাইড শেয়ারিং কোম্পানি উবার যাত্রীদের কথা বিবেচনা করে চালু করলো প্রিমিয়ার । যাত্রীরা এখন থকেে আরও বেশি আরামদায়ক রাইড উপভোগ করতে পারবেন। এই প্রোডাক্টটি প্রথমে পাইলট হিসেবে চালু করা হয় । পরে যাত্রী ও চালক উভয়ের কাছ থকেে এটি ইতিবাচক সাড়া পাওয়া যায়। ঢাকায় উবারের জেনারেল ম্যানেজার র্অপতি মুন্ড্রা বলনে, উবারে সব সময় প্রযুক্তির ব্যবহার ও স্থানীয়ভাবে উপযুক্ত প্রোডাক্টের মাধ্যমে যাত্রীদের আরও উন্নত ভ্রমণ-অভিজ্ঞতা দেওয়ার প্রচষ্টা করা হয়। আমরা অনুপ্রাণিত হয়েছি ঢাকায় উবার প্রিমিয়ার  চালু করতে পারে এবং এর মাধ্যমে যাত্রীদের ব্যক্তিগত গাড়িতে ভ্রমণরে মতো অভিজ্ঞতা দিতে পারে আমরা অত্যন্ত আনন্দিত। গাড়ীর ব্যক্তিগত মালিকানার বিকল্প পথ সৃষ্টি করে ট্রাফিক জ্যামের সমস্যা কমাতে আমরা বদ্ধপরিকর। এই লক্ষ্য বাস্তবায়নের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য উবার প্রিমিয়ার  চালু করা হয়ছে।

Share This:

*

*