উদ্বোধন হলো পে ৩৬৫ অ্যাপ

উদ্বোধন করা হলো পে ৩৬৫ অ্যাপ। মুলত হাতের মুঠোফোনকে ওয়ালেটের রুপ দিতেই ব্যবহার করা হবে এই অ্যাপটি। আজ স্থানীয় একটি হোটেলে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে পে ৩৬৫ অ্যাপটি উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে আরো্ উপস্থিত ছিলেন বেসিস প্রেসিডেন্ট মোস্তফা জব্বার, ফাইনটেকের প্রতিষ্ঠাতা মোহায়মেন মোস্তফা ও ডাটা সফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান। প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন প্রযুক্তি জীবন যাত্রার মান দিন দিন বাড়িয়েই চলছে। প্রযুক্তিতে যত উন্নত হওয়া যাবে বিশ্বদরবারে দেশের মর্যাদা ততটাই সমুন্নত করা যাবে।   নিরাপত্তা বজায় রেখে দ্রুততার সাথে অ্যাপটির মাধ্যমে লেনদেন গ্রাহককের ঝক্কি ঝামেলা অনেকটাই লাঘব হবে।

অ্যাপটির ব্যবহার নিয়ে ডাটা সফট এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান বলেন যে কোনো স্মাটফোনে অ্যাপটি ইনস্টল করার পর একটি কাড নাম্বার দিয়ে একবার সাইন আপ করলেই পরবর্তীতে তা স্বয়ক্রিয়ভাবে চালু হবে। তবে এতে টু ফ্যাক্টর অথেনটিকেশন ও ব্যবহার করা হয়েছে। যার ফলে ফোন হারিয়ে গেলেও পিন নাম্বার ছাড়া তৃতীয় কোন ব্যক্তি লেন দেন করতে পারবে না। তিন আরো বলেন অ্যাপটির মাধ্যমে মীনা বাজার, আগোরা, ক্রীমসন কাপ, টাবাক, কোবে, টোকিও এক্সপ্রেস, হাঙ্গরী নাকী , বাগডুমের মতো প্রতিষ্ঠানগুলো থেকে কেনাকাটা করা যাবে।

ফাইনটেক লিমিটেডের প্রতিষ্ঠাতা মোহায়মেন মোস্তফা জানান নিরাপত্তা বজায় রাখতে পে ৩৬৫ অ্যাপটিতে ভিসা, মাস্টার কাড এবং বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার নিয়ম নীতি অনুসরন করা হয়েছে।

ওয়েলকাম, গ্রীণ, গোল্ড ক্যাটাগরির এই অ্যাপটির মাধ্যমে কেনাকেটায় রয়েছে আকষর্ণীয় অফার। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ফ্রি ডাউনলোড করে খুব সহজেই ব্যবহার করা যাবে। অনুষ্ঠানে জানানো হয় বতমানে ডাচ বাংলা ব্যাংক ও মোবাইল ব্যাংকিয়ের গ্রাহকেরা কেনাকাটা করতে পারবেন। ক্রমান্বয়ে সব ব্যাংকের গ্রাহকেরা এই অ্যাপটির সুবিধা ভোগ করতে পারবনে বলেও জানানো হয় অনুষ্ঠানে।

হ্যান্ডসেট হারানো গেলে অ্যাপ ব্যবহারকারী কাস্টমার কেয়ারে ফোন দিয়ে উপযুক্ত প্রমান সাপেক্ষে তার নিজস্ব অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন বলেও জানানো হয় উক্ত অনুষ্ঠানে।

Share This:

*

*