আজ সকাল ১০ টায় কাওরান বাজারস্থ জনতা টাওয়ারে দেশের ইতিহাসে প্রথম “আইটি ইনকিউবেটর”-এর উদ্বোধন করা হবে। তরুণ উদ্যোক্তাদের সহযোগিতা করতে কানেক্টিং স্টার্ট-আপ প্রতিযোগিতার মাধ্যমে মোট ৫০ স্টার্টআপস-কে এই টাওয়ারে স্পেস বারদ্ধসহ কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে তাদেরকে বিশ্বমানের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আইসিটি ডিভিশন ও বাংলালিংক যৌথভাবে সহযোগিতা করবে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থার সম্মানিত মহাপরিচালক জানব হাউলিন ঝাও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণের মাননীয় মেয়র জনাব আনিসুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্মেদ পলক এমপি, ভিম্পলকম-এর চেয়ারম্যান এমিরেটাস ও কো-ফাউন্ডার জনাব অগি কে. ফাবেলা, বাংলালিংক-এর সিইও জনাব এরিক ওস প্রমূখ। আইটি ইনকিউবেটরের ফলক উন্মোচন শেষে সোনারগাঁও হোটেলের বলরুমে এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।