গ্যাজেটস প্রেমীদের ভরসাস্থল গ্যাজেট অ্যান্ড গিয়ার রাজধানীর উত্তরা আর.এ.কে টাওয়ার এবং বেইলি রোডে নতুন দুটি আউটলেট চালু করেছে। উত্তরা আর.এ.কে টাওয়ার ও বেইলি রোডের ক্রেতাদের চাহিদা বিবেচনা করে আউটলেট দুটো চালু করেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার কর্তৃপক্ষ।
গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তরার আর.এ.কে টাওয়ার ও বেইলি রোডের প্রাণকেন্দ্রে আউটলেট দুটি চালু করা হয়েছে। গ্যাজেট অ্যান্ড গিয়ার সব সময় চায় ক্রেতাদের কাছাকাছি অবস্থান করে তাদের সেবা দিতে।
গ্যাজেট এন্ড গিয়ারের অন্যান্য আউটলেটের মতো নতুন দুই আউটলেটে পাওয়া যাচ্ছে অ্যাপল, স্যামসাং, ভিভো, অপো, শাওমি, ওয়ান প্লাস, রিয়েলমি ইত্যাদি ব্র্যান্ডের ১ বছরের অফিশিয়াল ওয়ারেন্টিসহ স্মার্ট ফোন, ট্যাব ও ল্যাপটপ। আরও আছে মাসিক কিস্তিতে গ্যাজেটস কেনার সুবিধা। এছাড়া মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপের এক্সেসরিজও পাওয়া যাচ্ছে একই জায়গায়।
গ্যাজেট অ্যান্ড গিয়ার ক্রেতাদের সুবিধার্থে মেম্বারশিপ কার্ড চালু করেছে, যাতে করে ক্রেতারা কোনও পণ্য কেনার পরে রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। গ্যাজেট অ্যান্ড গিয়ার শুধু অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত ফোন ও অন্যান্য গ্যাজেট বিক্রি করে তাই গ্রাহক নিশ্চিন্তে তার পছন্দের পণ্যটি এখান থেকে বেছে নিতে পারবেন।
গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশের অন্যতম প্রিমিয়াম অমনি চ্যানেল মোবাইল রিটেইল চেইনশপ ও অ্যাপলের অথরাইজড রিসেলার, অনলাইন এবং আউটলেট দুই প্ল্যাটফর্মেই আস্থার সাথে কাস্টমারদের সেবা দিয়ে যাচ্ছে।
আরও বিস্তারিত জানা যাবে গ্যাজেট অ্যান্ড গিয়ারের ওয়েবসাইট www.gadgetandgear.com -এ।