ঈদ সেলফি প্রতিযোগিতায় জিততে পারেন আইফোন সিক্সএস

অনলাইন টিকেট প্লাটফর্ম বিডিটিকেটস ডট কম তাদের গ্রাহকদের জন্য ঈদ সেলফি প্রতিযোগিতার আয়োজন করেছে। পবিত্র ঈদ-উল-আজহার ছুটিতে বিডিটিকেটস ডট কম থেকে বাস, লঞ্চ অথবা সিনেমার টিকেট কিনে যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১০ জনকে বিজয়ী ঘোষনা করা হবে। বিজয়ীদের প্রত্যেকেই পাবেন একটি করে আইফোন সিক্সএস হ্যান্ডসেট। ৯ সেপ্টেম্বর  (শুক্রবার) থেকে প্রতিযোগিতাটি শুরু হয়, চলবে ১৮ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত।

সামাজিক যোগোযোগ মাধ্যম ফেসবুকে এই সেলফি প্রতিযোগিতা নিয়ে রয়েছে অত্যন্ত আকর্ষনীয় কার্যক্রম। সেলফি প্রতিযোগিতায় অংশ নিতে গ্রাহকদের প্রথমে বিডিটিকেটস ডট কম থেকে একটি টিকেট কিনতে হবে। বাস অথবা লঞ্চের টিকেট কিনলে গ্রাহককে সেই যাত্রার একটি আকর্ষনীয় সেলফি তুলে বিডিটিকেটস’এর ফেসবুক পেইজে (facebook/bdtickets) পোস্ট করতে হবে।

বিডিটিকেটস থেকে সিনেমার টিকেট কিনলে গ্রাহককে সিনেমার পোস্টার অথবা সিনেমা হলের সামনে একা অথবা যাদের সাথে সিনেমাটি উপভোগ করবেন সেই বন্ধুদের সাথে একটি সেলফি তুলে একইভাবে বিডিটিকেটস’এর ফেসবুক পেইজে পোস্ট করতে হবে। বাস, লঞ্চ অথবা মুভির টিকেট ক্রেতা সব গ্রাহককেই প্রতিযোগিতায় অংশগ্রহন নিশ্চিত করতে সেলফির সাথে “#bdtickets #ticket2iphone6s” হ্যাশ ট্যাগসহ একটি  কমেন্ট লিখতে হবে।

এবার গ্রাহককে সেই সেলফিটি বন্ধুদের ট্যাগ করে তাদেরকে রিঅ্যাক্ট, কমেন্ট এবং শেয়ার করার জন্য ইনভাইট করতে হবে। পোস্টটিতে ফেসবুক ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে প্রতিযোগিতায় গ্রাহকের মোট স্কোর গণনা করা হবে। প্রতিটি রিঅ্যাকশনের জন্য ৫ পয়েন্ট, কমেন্টের জন্য ১০ পয়েন্ট, কোনো বন্ধুকে ট্যাগ করার জন্য ১৫ পয়েন্ট এবং পোস্টটির প্রতিবার শেয়ারে ২০ পয়েন্ট যোগ হবে। ১৮ সেপ্টেম্বর প্রতিযোগিতা শেষ হলে সেলফি প্রতিযোগিতার মোট স্কোর গণনা করা হবে। সর্বোচ্চ স্কোর পাওয়া ১০ জন অংশগ্রহণকারী বিডিটিকেটস থেকে একটি করে আইফোন সিক্সএস পাবেন। বিডিটিকেটস ডট কম একটি অনলাইন টিকেট প্লাটফর্ম যেখান থেকে ঘরে বসেই যে কেউ বাস, লঞ্চ এবং সিনেমার টিকেট কিনতে পারেন।

Share This:

*

*