ঈদে ওকাপিয়ার নতুন মডেল

ঈদ মানেই বিনোদন। আর এই ঈদ বিনোদনের  সঙ্গী হতে পারে মোবাইল ফোন। তাই সাধারণ মানুষের ঈদের বিনোদন চাহিদাকে কেন্দ্র করে  মোবাইল হ্যান্ডসেটর ব্র্যান্ড ওকাপিয়া বাজারে এনেছে সিগনেচার সিরিজের তিনটি মোবাইল ফোন (সিগনেচার, সিগনেচার এল, সিগনেচার প্রো)। তিনটি ফোনেই পাওয়া যাচ্ছে গুগলের সবচেয়ে আধুনিক প্রযুক্তির মার্শমেলো ৬.০ এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম।

সিগনেচার আর সিগনেচার এল মোবাইল ফোনে রয়েছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে অন্যদিকে সিগনেচার প্রো’তে দেওয়া হয়েছে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে, যার প্রতিটিতেই রয়েছে আইপিএস (ইন-প্লেন সুইচিং) ডিসপ্লের সুবিধা; এর ফলে গ্রাহকরা ডিসপ্লের যেকোন দিক তাকালেই স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবেন পরিষ্কার ছবি ও ভিডিও ।
এছাড়া উন্নত ফটোগ্রাফির জন্য ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যুক্ত করা হয়েছে সিগনেচার ও সিগনেচার প্রোতে। ফোনগুলোতে দেয়া অন্যান্য বৈশিষ্ট্যেগুলোর মধ্যে আছে ২ জিবি র‌্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, আধুনিক প্রযুক্তির জেসচার কন্ট্রোল। জেস্চার কন্ট্রোলের মাধ্যমে ব্যবহারকারী তার পছন্দের অ্যাপটি ইশারাতেই খুলতে পারবেন।

সেটগুলোর দাম রাখা হয়েছে গ্রাহকদের হাতের নাগালে। ওকাপিয়া ব্রান্ডের সিগনেচার ফোনটি দাম ৯৯৯০ টাকা আর বড় ডিসপ্লের সিগনেচার প্রো’র দাম ১০৯৯০ টাকা।

অন্যদিকে সবধরণের গ্রাহকদের কথা বিবেচনা করে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে সিগনেচার এল। ৮জিবি স্টোরেজ ও ১ জিবি র‌্যাম সমৃদ্ধ সিগনেচার এলের গ্রাহকরা ছবি তুলতে পারবেন ৮ মেগা পিক্সেল ব্যক ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে। ডুয়েল ফ্লাশ সমৃদ্ধ এই সেটটি পাওয়া যাবে ৭৯৯০ টাকায়।

Share This:

*

*