ই-ক্যাব কার্যকরী পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে ই-কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ই-ক্যাব) কার্যকরী পরিষদ।

সংগঠনটি পরিচালনার জন্য ৯ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে ২৬ জানুয়ারি ২০১৬-২০১৮ মেয়াদের প্রথম নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে ৯টি পদের বিপরীতে শুধুমাত্র নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় তাদেরকে নির্বাচিত করছে নির্বাচন অনুষ্ঠানে গঠিত নির্বাচন বোর্ড।

ই-ক্যাবের দুই বছর মেয়াদী কার্যকরী পরিষদের এটাই প্রথম নির্বাচন।

নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারকে প্রধান করে তিন সদস্যের একটি নির্বাচন বোর্ড গঠন করে ই-ক্যাব। এছাড়াও তিনজন রয়েছেন নির্বাচনী আপিল বোর্ডে।

ই-ক্যাব নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২৭ ডিসেম্বর। এই নির্দিষ্ট সময়ের মধ্যে ৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদে মনোনয়নপত্র জমা পড়েছে ৯টি। মনোনয়নপত্রগুলো নির্বাচন বোর্ড গ্রহণ করেছে।

২০১৪ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ই-ক্যাবের কার্যকরী পরিষদের এটাই প্রথম নির্বাচন। এর আগে একটি প্রতিষ্ঠাকালীন কমিটি দিয়ে কাজ চলেছিল।

Share This:

*

*