ইয়োগা ৫০০ তে উপহার ও মুল্য ছাড়

লেনোভো ইয়োগা ৫০০ মডেলটিতে দেওয়া হচ্ছে মুল্য ছাড় ও বিশেষ উপহার। উপহার হিসেবে দেওয়া হচ্ছে  টোটোলিঙ্ক এর রাউটার। ল্যাপটপটিতে রয়েছে  স্টাইলিশ মাল্টিমোড যার মাধ্যমে ল্যাপটপ, স্ট্যান্ড, টেস্ট ও ট্যাবলেট- এই চার ভাবে ব্যবহার করার সুবিধা। আরও রয়েছে ১৪” ডিসপ্লে সহ লাইসেন্স উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম। মিউজিক সিস্টেমের জন্য এতে ব্যবহার করা হয়েছে ডলবি মিউজিক।ল্যাপটপটির বর্তমান মুল্য ৫০,৫০০ টাকা। পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের যে কোনো শাখা অথবা নির্ধারিত ডিলার হাউজে।

 

Share This:

*

*