ইন্টারনেটে নিরাপদ থাকতে হলে দরকার সচেতনতা

আমাদের ব্যক্তিগত তথ্যগুলোর অপব্যবহার হওয়ার একটাই কারন, আমরা যাচাই বাছাই ছাড়াই নানান তথ্য ইন্টারনেটে শেয়ার করছি। আর এমনটা ঘটছে নিজেদের সচেতনতার অভাবে।  সাইবার অপরাধীরা এসব তথ্য ব্যবহার করে অপকর্ম করতে পারে এবং সেটির কুফল আপনাকেই ভোগ করতে হবে। সচেতনতার মাধ্যমেই কমপক্ষে অর্ধেক পরিমাণ সাইবার অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব। ইন্টারনেট ও ডাটা সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান একসেসটেল এর আয়োজনে সোমবার ( ১৭ ফ্রেরুয়ারি) রাজধানীর লেকশোর হোটেলে ‘ সাইবার সিকিউরিটি সল্যুশন’ নামে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে বক্তারা বলেন, সাইবার অপরাধের শিকার হয়ে থানা-পুলিশে দৌড়াদৌড়ি করে অনেকে হয়রান হয়ে যান। আদালত কিংবা পুলিশ প্রশাসন অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। কিন্তু ভুক্তভোগী হয়ে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিকভাবে যেই ধরনের ক্ষতির মুখে পড়তে হয় তা পূরণ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। এজন্য সাইবার অপরাধ প্রতিরোধে প্রযুক্তি ব্যবহারকারীর সচেতনতাই মূল বিষয়। তাই নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতন হওয়া জরুরি।

সেনিনারে উপস্থিত ছিলেন, একসেসটেল এর টেকনিক্যাল প্রধান মিজানুর রহমান, এফ পি টি ইনফরমেশন সিস্টেম এর সাইবার সিকিউরিটি বিভাগের পরিচালক ফ্যাম টুং ডং এবং ইসলামি ব্যাংকের উপ মহা ব্যাবস্থাপক তাহের আহমেদ চৌধুরী।

সেমিনারে সরকারি-বেসরকারি ৩৫ টি ব্যাংক কর্মকর্তা ও ২৫ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

Share This:

*

*