ইএমভি- কেন্দ্রিক আর্থিক লেনদেন ও নিরাপত্তায় কনা সফটওয়্যার ল্যাব লিমিটেড

২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে কনা সফটওয়ার ল্যাব লিমিটেড বিশ্বব্যাপী ইএমভি*-কেন্দ্রিক আর্থিক লেনদেন ও নিরাপত্তা সমাধান দিয়ে আসছে। তারুণ্য নির্ভর এই প্রতিষ্ঠানটি ফ্রান্স, স্পেন, যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশের বিভিন্ন প্রদর্শনীতে নিয়মিত অংশগ্রহণ করছে এবং বিশ্ব দরবারে নিজেদের প্রস্তুতকৃত সফটওয়্যার পণ্য উপস্থাপনের মাধ্যমে বাংলাদেশের সুনাম বাড়িয়েছে।গত কয়েক বছরে ব্যবসায়িক আয়তন বাড়ানোর পাশাপাশি আর্থিক লেনদেনে মুঠোফোন ভিত্তিক সর্বশেষ ও নিরাপদ আন্তর্জাতিক প্রযুক্তি বাংলাদেশে পরিচয় ও সহজ লভ্য করানোর জন্য নিরলস কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি গুলশানের “দ্য অলিভস” হোটেলে আয়োজিত হলো দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎস্মার্টকার্ড-ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান কনা ইন্টারন্যাশনাল-এর বাংলাদেশ-কেন্দ্রিক গবেষণা, উন্নয়ন এবং বিপণন কার্যক্রম  পরিচালনাকারী শাখা কনা সফটওয়্যার ল্যাব লিমিটেডের ইফতার ও দোয়া মাহফিল। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আনম খালেক দাদ খান,উপ-ব্যবস্থাপনা পরিচালক মিনাওয়ার হোসেন তানজিল, বিপণন বিভাগের প্রধান কর্মকর্তা মাহবুব বিন রহিম, পণ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান কর্মকর্তা তৌহিদ আহমেদ চৌধুরীসহ বিভিন্ন স্তরে কর্মরত প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

খালেক দাদ খান বলেন, অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি এ বছরেই প্রথম আমরা আমাদের মূল প্রতিপাদ্যে যোগ করেছি বাংলাদেশের ব্যাংকিং ও মূল্য পরিশোধ-ভিত্তিক সমস্ত সেবানিরাপদ এবং সমৃদ্ধ করার দৃঢ় সংকল্প, যার কাজ শুরু করে আমরা অনেকখানিই এগিয়ে নিয়ে গেছি, এবং রমজান মাসের প্রকৃত ভাবধারার সাথে একাত্মতা প্রকাশ করে পারস্পরিক সৌহার্দ্য ও দলগত সম্প্রীতির মাধ্যমে আমরা আমাদের এ প্রচেষ্টা চালিয়ে যেতে চাই। এ ব্যাপারে আমি ভীষণভাবে আশাবাদী, সকলেরসহযোগিতা ও পরিশ্রমে আমরা সমষ্টিগত উন্নয়নের সেই অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছুতে পারব।

*ইএমভি—ইউরোপে, মাস্টারকার্ড এবং ভিসার সমন্বয়ে গঠিত অত্যাধুনিক প্রযুক্তি, যা ব্যাংকিং কার্ড ব্যবহারকারীদের অধিক নিরাপত্তা প্রদান করে এবং জালিয়াতি রোধ করে।

Share This:

*

*