ইউরোপীয়ান হার্ডওয়্যার এওয়ার্ড ২০২০ পেল কোরশেয়ার ব্রান্ডের ৪ পন্য

গত ২৫ জুন ইউরোপীয়ান হার্ডওয়্যার এওয়ার্ড ২০২০ ঘোষনা করেছে ইউরোপীয়ান হার্ডওয়্যার এসোসিয়েশন। ইইউ বেস্ট এসএসডি, ইইউ বেস্ট কীবোর্ড, ইইউ বেস্ট মাইক্রো এটিএক্স কেস এবং ইইউ বেস্ট গেমিং হেডসেট ক্যাটেগরিতে সেরা হয়েছে কোরশেয়ারের পন্য। ইউরোপীয়ান হার্ডওয়্যার এওয়ার্ড হচ্ছে এমন একটি আয়োজন যেখানে প্রোডাক্ট গবেষনার পাশাপাশি ইউরোপের ১০০ জনেরও বেশি শীর্ষস্থানীয় সাংবাদিকের সংশ্লিষ্টতায় সেরা পন্য নির্বাচিত করা হয়। ছয় বছর আগে প্রতিষ্ঠিত ইউরোপীয় হার্ডওয়্যার এসোসিয়েশনের সদস্য প্রকাশনাগুলো এখন পর্যন্ত ৪০০,০০০ নিবন্ধ প্রকাশ করেছে যেখানে কয়েক মিলিয়ন মানুষের কাছ থেকে পৃথক তথ্য নমুনা সংগ্রহ করা হয়। আর একারনেই এই এওয়ার্ডকে বেশ সম্মানজনক হিসেবে মনে করা হয়। তাছাড়াও প্রতিবছর পুরষ্কার ঘোষনার প্রায় দেড় বছর আগে থেকে এই প্রক্রিয়াটি শুরু করা হয় যেখানে ইউরোপের হার্ডওয়্যার এক্সপার্টগন পন্যগুলো পরীক্ষা করেন এবং রেটিং দিয়ে থাকেন।

Share This:

*

*