ইউটিউব ব্যবহারের নিয়ম নীতি

ভিডিও দেখার সাইট হিসেবে ইউটিউব এখন বেশ জনপ্রিয়। দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলছে।

ইউটিউবের বর্তমানে ১০০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। এই সাইটে একজন ব্যবহারকারী গান, চলচ্চিত্র, বিভিন্ন শিক্ষণীয় ভিডিও ইত্যাদি পেয়ে থাকেন। এছাড়া এই সাইটটিতে আরো আছে ভিডিও পর্যালোচনা, অভিমত প্রদান সহ নানা প্রয়োজনীয় সুবিধা।

ইউটিউব প্রতিষ্ঠিত হয় ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে। এই সাইটটি প্রতিষ্ঠার পেছনে ছিলেন মূলত পেপ্যাল প্রতিষ্ঠানের তিন প্রাক্তন চাকুরীজীবী। এরা হলেন চ্যাড হারলি, স্টিভ চ্যান এবং জাভেদ করিম। এদের তিনজনের মধ্যে জাভেদ করিম বাংলাদেশি বংশোদ্ভূত।

ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের দেশেও ইউটিউব আগের চেয়ে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে। ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা এখন ইউটিউব ব্যবহারের কৌশল জানতে চায়। তাদের এই চাহিদা মেটাতেই এখানে ইউটিউবের জনপ্রিয় কয়েকটি কৌশল তুলে ধরা হলো-

ভিডিও লুপ

ইউটিউবে সর্বশেষ যে ফিচারটি সংযোজিত হয়েছে তা হলো ভিডিও লুপ। এর সাহায্যে ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে একটি ভিডিও একাধিকবার দেখতে পারবেন। সেজন্য আপনাকে শুধু ভিডিওটি ওপেন করে এর ওপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে লুপ অপশন সিলেক্ট করতে হবে।

শুধু কি-বোর্ড ব্যবহার

ইউটিউব ব্যবহারের জন্য আপনাকে সবসময় মাউস ব্যবহার না করলেও চলবে। তবে সেক্ষেত্রে কি-বোর্ডের ব্যবহার জানতে হবে।

আপনি যদি স্ট্যান্ডার্ড মডেলে ইউটিউব ব্যবহার করেন তাহলে কি-বোর্ডের শর্টকাটগুলো হবে নিম্নরূপ-

কি-বোর্ডের কে (K) বাটনের সাহায্যে আপনি ভিডিও শুরু এবং থামিয়ে রাখতে পারবেন। জে (J) এবং এল (L) -এর সাহায্যে ভিডিও যথাক্রমে ১০ সেকেন্ড ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড করা যায়। এম (M) চাপলে ভিডিও মিউট বা শব্দহীন হবে। যেকোনও জায়গা থেকে ভিডিওর একেবারে শুরুতে যেতে হলে আপনাকে জিরো (0) বাটন চাপতে হবে। এ ছাড়াও কি-বোর্ডের এক (1) থেকে নয় (9) সংখ্যাগুলোর মধ্য থেকে যেকোনও একটি সিলেক্ট করলে আপনি ভিডিওটির নির্দিষ্ট অংশে চলে যাবেন। যেমন সাত (7) চাপলে আপনি ভিডিওটির ৭০ শতাংশ জায়গায় চলে যাবেন।

ডিফল্ট ভিডিও রেজ্যুলেশন সেট করা

আপনার যদি মন্থর (স্লো) ইন্টারনেট কানেকশন থাকে এবং বাফারিং-এর যন্ত্রণা এড়িয়ে চলতে চান তাহলে আপনাকে একটি নিয়ম অনুসরণ করতে হবে। তা হলো প্রথমেই আপনাকে ‘www.youtube.com/account_playback’ এই অপশনে যেতে হবে। তারপর সেখান থেকে ‘I have a slow internet connection. Never play higher-quality video.’ এই অপশনটি সিলেক্ট করতে হবে।

নির্দিষ্ট আর্টিস্ট নির্বাচন

যদি আপনি নির্দিষ্ট আর্টিস্টের গান বা ভিডিও চান তাহলে প্রথমে হ্যাশ (#) টাইপ করে তারপর ওই আর্টিস্টের নাম টাইপ করে এন্টার চাপুন। যেমন: #Taylor Swift। এতে করে শুধু এই নির্দিষ্ট আর্টিস্টের গান বা ভিডিও-ই আসবে।

ভিডিও প্লেব্যাক স্পিড পরিবর্তন

আপনি যদি কখনও ভিডিওর গতি কমানো বা বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করেন তাহলে প্রথমেই আপনাকে ভিডিওর সেটিংস অপশনে যেতে হবে। তারপর সেখান থেকে স্পিড অপশনে গিয়ে গতি বাড়ানো বা কমানো যাবে।

অ্যাকাউন্ট প্রাইভেট রাখা

আপনি ইউটিউবে কি করছেন সেটা যদি অন্য কাউকে না জানাতে চান তবে আপনার ইউটিউব সম্পর্কিত সব তথ্য গোপন রাখতে পারবেন। এজন্য প্রথমেই আপনি ইউটিউবে লগ ইন করুন। তারপর অ্যাড্রেস বারে ‘www.youtube.com/account_privacy’ এটা টাইপ করুন এবং সেখান থেকে আপনার যেগুলো দরকার সেসব বিষয় সিলেক্ট করলেই আপনার এই কার্যক্রম আর কেউ দেখতে পাবে না।

পরবর্তীতে দেখার জন্য সংরক্ষণ

খুব মজার কিংবা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও পেয়েছেন। কিন্তু দেখার সময় নেই। কি করবেন তখন? চিন্তা নেই। কারণ এটা আপনি পরবর্তীতে দেখার জন্য সংরক্ষণ করতে পারবেন। সেজন্য ‘+ Add To’ অপশন সিলেক্ট করে ‘Watch Later’ অপশনটি নির্বাচন করলেই হবে।

সূত্র: উইকিপিডিয়া এবং ইয়াহু।

Share This:

*

*