আয় বাড়বে মোবাইল অপারেটরদের

গ্রাহকদেরকে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে গুগলের মোবাইল ডাটা প্ল্যান এপিআই’র সঙ্গে এক হয়ে ‘ডেটা রেভেনিউ বুস্টার’ (ডিআরবি) সলিউশন নিয়ে আসল টেক মাহিন্দ্রা। এ ডিআরবি সলিউশন গ্রাহকদের নতুন নতুন উদ্ভাবনী সেবা প্রদানের মাধ্যমে মোবাইল অপারেটরদের বাড়তি আয়ের সুযোগ করে দেবে।

ডিআরবি সলিউশননেটওয়ার্ক অপারেটর ও কন্টেন্ট সার্ভিস প্রদানকারীর মধ্যকার দূরত্ব কমিয়ে অপারেশন সাপোর্ট সিস্টেম (ওএসএস) ও বিজনেস সাপোর্ট সিস্টেম (বিএসএস) এর মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। ফলে মোবাইল অপারেটররা সারাবিশ্বে ছড়িয়ে থাকা কনটেন্ট ও অ্যাপ্লিকেশন প্রোভাইডারদের সঙ্গে সহজেই কার্যক্রম চালাতে পারবে। এ সম্পর্কে টেক মাহিন্দ্রার টেকনিক্যাল ফেলো শৈলেশ পাটওয়ারধান বলেন, পুরো শিল্প ডিজিটালি পরিবর্তনের ফলে যোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান (সিএসপি) এবং ডিজিটাল কন্টেন্ট যোগানদাতাদের মধ্যে সম্পর্কের নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। পরবর্তীতে এ সম্পর্কের গুরুত্ব অনুধাবন করেই টেক মাহিন্দ্রা সিএসপি প্রতিষ্ঠানের জন্য ডাটা রেভিনিউ বুস্টার নিয়ে এসেছে।

মাহিন্দ্রা কমভিভার এমবাস স্যুট এর উপর ভিত্তি করে তৈরি করা ডিআরবি সল্যুশন অ্যাপসকে আরো কাস্টমাইজ করে রিয়েল-টাইম ভিউয়ের অভিজ্ঞতা দিবে, যেমন ইউটিউবকে দর্শকরা উপভোগ করতে পারবেন আরো নান্দনিকভাবে।

ডেটা রেভেনিউ সম্পর্কে  ইউটিউবের প্রোডাক্ট ম্যানেজার জেসিকা জু বলেন, “ মাহিন্দ্রা কমভিভা ও টেক মাহিন্দ্রার তৈরি করা ডাটা রেভেনিউ বুস্টার প্লাটফর্ম এমন একটি সহযোগিতামূলক পরিবেশ তৈরি করছে, যা ডিজিটাল কনটেন্ট প্রোভাইডার ও অপারেটরদের জটিলতা কমিয়ে উন্নত গ্রাহক সেবার নিশ্চিত করবে।

Share This:

*

*