বিভাগীয় শহর রংপুরে প্রযুক্তি পণ্যের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘প্রোডাক্ট নোলেজ শেয়ারিং’ শীর্ষক কর্মশালা । ১৯শে মার্চ, ২০১৬ অনুষ্ঠেয় এ কর্মশালায় অংশ গ্রহণ করে গ্লোবাল ব্র্যান্ডের রংপুর ব্র্যাঞ্চ এর ডিলার প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ । কর্মশালাটি পরিচালনা করেন আসুসের কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান । তাকে সহযোগিতা করেন আসুসের পণ্য ব্যবস্থাপক মাহবুবুল গণি। কর্মশালায় আসুস মাদারবোর্ডের অত্যাধুনিক এবং অনুপম বৈশিষ্ট্যসমূহের বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সুন্দর প্রেজেন্টেশন এবং ভিডিও ক্লিপিংয়ের মাধ্যমে বিক্রয় কর্মীদের প্রশিক্ষন দেয়া হয়। যার ফলে তারা ভোক্তাদেরকে পণ্যগুলো সম্পর্কে সঠিক ধারণা এবং পণ্য ক্রয়ে সহযোগিতা করতে পারবে।