কম্পিউটারের অধিক সময় কাটিয়ে দেওয়ায় কম্পিউটার ভিশন সিন্ড্রোম (সিভিএস) বেড়ে যায়। তাই স্বাস্থ্য সম্মত মনিটর নিয়ে এলো আসুস।
আসুস আই-কেয়ার টেকনোলজি সিভিএস এর ঝুঁকি কমাতেই বিষেশ ভাবে ডিজাইন করা হয়েছে। আসুস আই-কেয়ার টেকনোলজি সমৃদ্ধ আসুস মনিটর দিচ্ছে আরামদায়ক ভিউইং অভিজ্ঞতার সাথে চোখের স্বাস্থ সুরক্ষা।
হাই এর্নাজি ব্লু-ভায়োলেট লাইট চোখের লেন্স এবং রেটিনার ক্ষতি করে যা দৃষ্টিক্ষীণতার জন্য দায়ী। মনিটর থেকে নির্গত হওয়া ব্লু-লাইট শুধু চোখেরই ক্ষতি কওে না বরং এর ফলে মাথা ব্যাথা, নিন্দ্রাহীনতা এবং অবসাদ জনিত সমস্যা দেখা দেয়। নতুন আসুস লো ব্লু-লাইট মনিটর দিচ্ছে ওএসডি মেনু যা বিভিন্ন ব্লু-লাইট ফিল্টার সেটিং সমৃদ্ধ।
এছাড়াও আসুস ফ্লিকার ফ্রি টেকনোলজি স্মার্ট ডায়নামিক ব্যাকলাইট এ্যাডজাস্টমেন্ট ব্যবহার করে দিচ্ছে ফিøকার ফ্রি ভিউইং। যা চোখের জ্বালা,ব্যাথা এবং ক্লান্তি থেকে মুক্তি দিয়ে দীর্ঘ সময় কাজ করার, গেম খেলার এবং ভিডিও দেখার স্বাধীনতা দিবে।