আসুসের মিনি পোর্টেবল প্রোজেক্টর

বিশ্বখ্যাত আসুস ব্র্যান্ডের এলইডি টেকনোলজি সমৃদ্ধ প্রোজেক্টর নিয়ে এল গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। ৩০,০০০ ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ লাইট সোর্স লাইফ নিয়ে গঠিত হয়েছে আসুসের এই প্রোজেক্টর।এটি ৬০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী ,ডাস্ট রেজিস্ট্যান্স সমৃদ্ধ এবং এতে রয়েছে বিল্ট-ইন ব্যাটারি যা ৩ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিয়ে থাকে। আসুস প্রোজেক্টরগুলো স্বল্প ওজন হওয়ার ফলে সহজে বহনযোগ্য। আসুস প্রোজেক্টরের দুটি মডেল হলো (P3B এবং S1)। প্রতিটি আসুস প্রোজেক্টরের বিক্রয়োত্তর সেবা ২ বছর এবং ব্যাটারির জন্য  ১ বছর । বিস্তারিত  ০১৯১৫৪৭৬৩৫৯।

Share This:

*

*