পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বিশ্বখ্যাত নোটবুক নির্মাতা আসুসের আয়োজনে ২৯শে আগস্ট থেকে শুরুহচ্ছে“আসুস ঈদ ফিয়েস্তা”শীর্ষক সেলস প্রমোশন ক্যামপেইন। ঈদ ফিয়েস্তা এই অফারে আসুসের পণ্য ক্রয়ে ক্রেতারা স্ক্রাচ কার্ড ঘষেই মেগা গিফট হিসেবে জিতে নিতে পারবেন এসি, ফ্রিজ, আসুস জেনফোন এবং নিশ্চিতউপহার হিসেবেতো থাকছেই টি-শার্ট ও পাওয়ার স্ট্রিপ এর মত আকর্ষনীয় সব পুরস্কার। উল্লেখ্য ঈদ-উল-আযহাউপলক্ষ্যে এই “আসুস ঈদ ফিয়েস্তা”শীর্ষক ক্যামপেইনটিচলবে ঈদ-উল-আযহার পূর্ব পর্যন্ত। অফারটি পরিচালনা করছে আসুস বাংলাদেশের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। বিস্তারিত: ০১৯১৫৪৭৬৩৩৩, ০১৯৭৭৪৭৬৪০২।