গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়েএলো আসুসের জেড ৩৭০ সিরিজের অষ্টম প্রজন্মের মাদারর্বোড। এই নতুন ৩৭০ সিরিজের মাদারবোর্ড গুলো ইন্টেলএর সর্বাধুনীক অষ্টম প্রজন্মের কফি লেক প্রসেসর সার্পোট করে।
আইডিবিভবন ও এলিফেন্ট রোড কম্পিউটার সিটিতে উম্মোাচন করা হয় নতুন এই গেমিংসিরিজের মাদারবোর্ডগুলো। আসুসের রিজিওনাল ম্যানেজার রুকসান এনথোনি জায়াওয়ারধানা, ন্যাশনাল সেলস ম্যানেজার জিয়াউর রহমান এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের জিএম সমীর কুমার দাস ,জিএম কামরুজ্জামান এবং এজিএম মাহাবুব গনির নতুন এই মাদাবোর্ডগুলো উন্মোচন করেন।
গেমিং মাদার র্বোড গুলোর মডেল ও দাম হল:- আরওজি ম্যাক্সিমাস এক্স হিরো মূল্য ২৭,৫০০,আরওজি স্টিরিক্স জেড ৩৭০-ই মূল্য ২১,৭০০, আরওজি স্টিরিক্স জেড ৩৭০-এফ গেমিং যারমূল্য ১৯,৫০০,প্রাইম জেড ৩৭০-এ যার মূল্য ১৮,৩০০ এবং টাফ জেড ৩৭০প্লাস গেমিং মূল্য ১৬,১০০টাকা।