আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের জন্য রিয়েলমি’র ‘গ্র্যান্ড ঈদ ফেস্ট’

এবারের ঈদুল আজহাকে উৎসবমুখর করতে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। ঈদ উপলক্ষে দারাজের প্ল্যাটফর্ম থেকে ক্যুপন ক্রয় করে তা দিয়ে পণ্য কিনলে ক্রেতারা ৯ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। ‘রিয়েলমি গ্র্যান্ড ফেস্ট ইন দারাজ’ শীর্ষক ক্যাম্পেইনটি গত ২২ জুন শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্রেতারা রিয়েলমি সি২৫ওয়াই (৪জিবি র‌্যাম/৬৪জিবি রম), রিয়েলমি নারজো ৫০আই (৪জিবি র‌্যাম/৬৪জিবি রম), রিয়েলমি সি১১ (২জিবি র‌্যাম/৩২জিবি রম), রিয়েলমি নারজো ৫০, রিয়েলমি সি৩৫, রিয়েলমি ৮ ফাইভজি (৮জিবি র‌্যাম/১২৮জিবি রম), সি২৫এস (৪জিবি র‌্যাম/১২৮জিবি রম), রিয়েলমি সি২১ ওয়াই (৩জিবি র‌্যাম/৩২জিবি রম), রিয়েলমি সি১১ (৪জিবি র‌্যাম/৬৪জিবি রম), ৮ (৮জিবি র‌্যাম/১২৮ জিবি রম), রিয়েলমি ৯আই (৬জিবি র‌্যাম/১২৮জিবি রম), রিয়েলমি ৯আই (৪ জিবি র‌্যাম/৬৪জিবি রম), রিয়েলমি সি২১ওয়াই (৪জিবি র‌্যাম/৬৪জিবি রম), রিয়েলমি সি৩১, রিয়েলমি জিটি মাস্টার এডিশন (৮জিবি র‌্যাম/১২৮জিবি রম), রিয়েলমি জিটি নিও ২ (৮জিবি র‌্যাম/১২৮জিবি রম) ও রিয়েলমি ৯ । বিস্তারিত জানতে: https://click.daraz.com.bd/e/_7nwl6

এ আকর্ষণীয় অফারগুলো ছাড়াও, ক্রেতারা নির্ধারিত ব্যাংক কার্ড ও এমএফএস এর মাধ্যমে পেমেন্ট পরিশোধের ক্ষেত্রে অতিরিক্ত প্রি-পেমেন্ট ছাড় সুবিধা পাবেন; পাশাপাশি, তারা শূন্য শতাংশ (০%) ইন্টারেস্টে ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন। অন্যদিকে, আগ্রহী ক্রেতারা বাংলাদেশের যে কোন জায়গায় দ্রুততম সময়ের মধ্যে বাসায়/অফিসে পণ্য ডেলিভারি পাবেন এবং একইসঙ্গে তারা অফিশিয়াল ব্র্যান্ড ওয়্যারেন্টি সুবিধাও উপভোগ করতে পারবেন।

Share This:

*

*