আসছে শাওমির নতুন ফোন

বাংলাদেশে শাওমি ভক্তদের জন্য এন্ট্রি-লেভেলের নতুন স্মার্টফোন নিয়ে আসছে শাওমি। খুব শিগগিরই দেশের বাজারে আসছে। শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত টিজার থেকে এ তথ্য জানা গেছে।

টিজারে দেখা যায়, অ্যালেন স্বপন খ্যাত অভিনেতা নাসির উদ্দিন খান একহাতে কাপড়ে আবৃত একটি ফোন ধরে আছেন। তার পেছনে লেখা রয়েছে ‘ফোন একখান এ ক্লাস’। নিচে লেখা আছে ‘আসছে ২ নভেম্বর বুধবার’। এর আগে এক ভিডিওতে নাসির উদ্দিন খান শাওমির নতুন ফোন আনার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন।

টিজার থেকে ধারণা করা হচ্ছে, ফোনটিতে থাকবে মেগাস্টার ডিসপ্লে ও ডুয়েল ক্যামেরা। ফোনটি হবে ডুয়াল ক্যামেরা সেট আপের । থাকবে রিয়ার ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরা। এর ব্যাটারির আকারও হবে বড়।

ফিঙ্গারপ্রিন্ট সুবিধা সম্পর্কিত ফোনটির র‍্যাম ও রম হবে যথেষ্ট যা দিয়ে নির্বিঘ্নে ফোনটি চালানো যাবে । দ্রুত আনলকিং এর জন্য থাকছে রিয়্যার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ধারণা করা যাচ্ছে, আগামী ২ নভেম্বর রেডমির নতুন সিরিজের এ১ প্লাস ফোনটি উন্মোচন হতে যাচ্ছে।

Share This:

*

*