আসছে মাইক্রোসফট লুমিয়া ৬৫০

অপারেটিং সিস্টেম উইন্ডোজ ভক্তদের জন্য বাংলাদেশের বাজারে পাওয়া যাবে মাইক্রোসফট করর্পোরেশন লুমিয়া ৬৫০ মোবাইল হ্যান্ড সেট। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত এই হ্যান্ডসেটটির নির্মাণ শৈলী খুবই চমৎকার এবং আধুনিক নিরাপত্তা হুমকি মোকাবিলায় সক্ষম।

সেটটির অবকাঠামো অ্যালুমিনিয়ামের এবং ডায়মন্ড কাটে তৈরি। অত্যান্ত পাতলা এই ডিভাইসটি দেখতে চকচকে ও নান্দনিক। এটির পুরত্ব মাত্র ৬ দশমিক ৯ মি. মি.। এতে আছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে­, যা ছবিকে অত্যান্ত নিঃখুঁত ও ঝকঝকে দেখায়। এর এক্সপান্ডেবল মেমোরি হলো ২০০ জিবি।

নতুন হ্যান্ডসেট প্রসঙ্গে মাইক্রোসফট মোবাইল ডিভাইস সেলস – ইমার্জিং এশিয়া জেনারেল ম্যানেজার সন্দিপ গুপ্তা বলেন, আমরা গ্রাহকদের সামনে উৎকৃষ্ট পণ্য উপস্থাপনের ধারাবাহিকতায় জনপ্রিয় উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের এই মোবাইল হ্যান্ডসেট নিয়ে এসেছি। এতে গ্রাহকদের জন্য রয়েছে নানা ধরনের সুযোগ-সুবিধা। লুমিয়া ৬৫০ হ্যান্ডসেটটি হলো মাইক্রোসফটের সেরা পণ্যগুলোর একটি। এর ডিজাইন অত্যান্ত নান্দনিক। এটি দামেও বেশ সাশ্রয়ী।

আসছে রোবার থেকে অনুমোদিত রিটেল স্টোর থেকে সেটটি কিনতে পারবেন ক্রেতারা। সেটটির আনুমানিক মুল্যে নির্ধারন করা হয়েছে ১৯,৫০০ টাকা।

 

Share This:

*

*