ভিভো ভি৫, ভি৫ প্লাস, ভি৭, ভি৭ প্লাস ও ভি৯ এর সাফল্যের পর ভিভো আনতে যাচ্ছে নতুন আরও দুটি ফোন, ভিভো ভি ১১ এবং ভি১১ প্রো। এ মাসেই ভিভো বাংলাদেশের বাজারে আনতে যাচ্ছে ভি ১১।
ভি ১১-এ থাকছে ২৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং দুটি রিয়ার ক্যামেরা, মোট তিনটি ক্যামেরা। ভি১১ প্রো-তে আরো রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্কানিং ও হেলো ফুলভিউ ডিসপ্লে।
ভি১১ ফোনগুলোতে থাকছে ফাস্ট চার্জিং টেকনোলজি। নামের সাথে সাদৃশ্য রেখে ফাস্ট চার্জিং টেকনোলজি বর্তমান টেকনোলজির তুলনায় দ্বিগুণ দ্রুত ব্যাটারি চার্জ করতে সক্ষম। সেটটির দাম ২৮,০০০ টাকার মধ্যে।