আর নয় ছোট পর্দা,পুরো দেওয়ালই হবে এখন টেলিভিশন

আইটি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ডের বিশ্বখ্যাত ব্র্যান্ড আসুসের আলট্রা পোর্টেবল আসুস পি থ্রি বি প্রজেক্টর দিয়ে খুব স্বল্প দূরত্ব থেকে এখন ঘরের পুরো দেওয়াল জুড়ে যেকোন প্রোগ্রাম, মুভি বা খেলা উপভোগ করা যাবে। অত্যাধুনিক প্রযুক্তির এই প্রজেক্টরটিতে ৩ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকায় দীর্ঘ সময় ইলেকট্রিসিটি ছাড়াও যেকোন অনুষ্ঠান অনায়াসে উপভোগ করা সম্ভব।

সম্পূর্ণ পিসিলেস প্রযুক্তির এই প্রজেক্টর দিয়ে পেনড্রাইভ, মোবাইল মেমরি কার্ড সহ ৬ টি ভিন্ন মাধ্যম থেকে প্রজেকশন করা যায় বলে অফিসে বা অন্য কোথাও ভ্রমনে আসুস হতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গী। এছাড়াও এতে বিল্ট ইন ২ জিবি মেমরী, বিল্ট ইন ওয়াইফাই ও ব্লুটুথ থাকায় মোবাইল থেকেও প্রজেকশন করা যায়। আকর্ষণীয় রং এবং সাইজের এই প্রজেক্টরটির জন্য আসুস দিচ্ছে ২ বছরের ফূল সার্ভিস ওয়ারেন্টি। তাই আর দেরী না করে আজই কিনে আনুন আসুস পি থ্রি বি আর পরিবারের সবাইকে নিয়ে বিশাল পর্দায় উপভোগ করুন আপনার পছন্দের সব অনুষ্ঠান।

পণ্যটি কিনতে যোগাযোগ করুন গ্লোবাল ব্র্যন্ড প্রাঃ লিঃ এর যেকোন শাখায় অথবা ফোন করুন ০১৯১৫৪৭৬৩৫৯, ০১৯৬৯৬৩৩১২৯ নম্বরে।

Share This:

*

*