ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ সামনে রেখে তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্টদের নিয়ে আইসিটি আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই আড্ডা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। স্বাগত বক্তব্য রাখেন বেসিস সভাপতি মোস্তাফা জব্বার। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ এর বিস্তারিত তুলে ধরেন বেসিসের সহ-সভাপতি এম রাশিদুল হাসান।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা সফটওয়্যার, হার্ডওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবাকে সমান গুরুত্ব দিচ্ছি। তাই এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে এসব কোম্পানির পণ্য, সেবা ও সক্ষমতা তুলে ধরার সুযোগ রয়েছে। ২৯৬টি কোম্পানি এবার ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নিচ্ছে। ১২৯টি বিশ্ববিদ্যালয়ের তরুণরা অংশ নেবে। সব মিলিয়ে একটি উৎসবে পরিণত হবে ডিজিটাল ওয়ার্ল্ড । প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বের শীর্ষ ৫০ তথ্যপ্রযুক্তি কোম্পানির যেমন বাংলাদেশে কার্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে, তেমনই বাংলাদেশি কোম্পানিগুলোরও বিশ্বের বিভিন্ন দেশে কার্যালয় স্থাপন করা উচিত। আমরা সরকারি কেনাকাটায় দেশি কোম্পানির অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করছি। কারণ স্থানীয় কোম্পানিগুলো নিজ দেশে ভালো করতে পারলে বাইরেও কাজ করার সুযোগ পাবে। উদাহরণ হিসেবে তিনি টাইগার আইটি, দোহাটেকের সফলতার কথা তুলে ধরেন।
বেসিস সভাপতি মোস্তাফা জব্বার বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বে ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজন উভয় পক্ষকেই শক্তিশালী করেছে। দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে একইভাবে সরকারকে এগিয়ে আসতে হবে। বিগত যেকোনো সময়ের চেয়ে এবারের ডিজিটাল ওয়ার্ল্ডের পরিধি আরো বেড়েছে বলে উল্লেখ করেন তিনি।
এলআইসিটি প্রকল্পের কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদের সঞ্চালনায় আড্ডায় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর শিকদার, বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, বেসিসের পরিচালক উত্তম কুমার পাল, রিয়াদ এস এ হোসেন, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সায়েম আহমেদ, লিডস কর্পোরেশনের চেয়ারম্যান শেখ আব্দুল আজিজ, কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুল আরিফ, বাক্যর সহ-সভাপতি ওয়াহিদ শরীফ, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ কামাল, ব্র্যাকনেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল সৈয়দ আহমেদ, টেকওয়ান গ্লোবালের কান্ট্রি ম্যানেজার লাহিরু মুণীনদ্রাসা, ফাইবার অ্যাট হোমের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক সিদ্দিকী প্রমুখ।