মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদকে কেন্দ্র করে শুরু হয় কেনাকাটার ধুম । এ সময় রাজধানী সহ সারা দেশের বিপনী বিতানগুলো ক্রেতাদের পদচারনায় মুখরিত হয়ে উঠে। তবে এবার অভিজাত শপিং মল গুলো ছাড়াও বিভিন্ন অনলাইন ভিত্তিক ই-কমার্স সাইটের দিকেও ক্রেতাদের আগ্রহও বেশ লক্ষণীয়।
ঘরে বসেই বিড়ম্বনা ছাড়াই পছন্দের ঈদের কেনাকাটা করা যাওয়ায় তার উপর বিভিন্ন ডিস্কাউণ্ট ও অফারের কারনে অনলাইনে ঈদের কেনাকাটার পরিমান অনেক বেড়েছে।
ঈদ উপলক্ষে দেশের অন্যতম জনপ্রিয় শপিং সাইট আপনজোন ডটকম এ ঈদ কেনাকাটা উৎসব শুরু হচ্ছে ১৫ই জুন থেকে। চাঁদ রাত পর্যন্ত চলা এই ঈদ উৎসবের সময় থাকছে ক্রেতাদের জন্য ঈদের পোশাক, গহনা, ঘড়ি, পারফিউম, টি-শার্ট, মোবাইল ফোন সহ সকল পন্যের উপর বিশেষ ছাড় এবং যেকোন কিছু কিনলেই নিশ্চিত উপহার।
আপনজোন ডটকমে এ উৎসব চলাকালিন সকল ক্রেতাই বাংলাদেশের যেকোন স্থানে পাবেন ফ্রী হোম ডেলিভারি সুবিধা। এছাড়াও সিটি ব্যাঙ্ক এর যেকোন গ্রাহক পাবেন অতিরিক্ত ১০% ডিস্কাউন্ট।
এ সম্পর্কে আপনজোন ডটকম এর সিইও আসিফ আহনাফ জানান, “আপনজোনে বিভিন্ন ক্যাটাগরি থেকে কেনাকাটার উপর সকল ক্রেতাই পাবেন ৫% থেকে ৫০% ক্যাশব্যাক যা তিনি পরবর্তিতে যেকোন সময় আপনজোন ডটকম থেকে কেনাকাটায় ব্যবহার করতে পারবেন। এছাড়াও ঈদের বিশেষ অফার হিসেবে মাত্র ৭৪০ টাকায় ১ বছরের বিক্রয়োত্তর সেবা সহ মাল্টিমিডিয়া ডুয়েল সিম মোবাইল ফোন পাওয়া যাবে।”
উল্লেখ্য ঈদকে সামনে রেখে আপনজোন ডটকমকে এসেছে নতুন নতুন ডিজাইনের শাড়ি, থ্রীপিস, গহনা, প্রসাধনী, টি-শার্ট, ঘড়ি, সানগ্লাস, বিভিন্ন ঘর সাজানো ও রান্নাঘরের সামগ্রী এবং নিত্যনতুন সব প্রযুক্তি পন্য ও গ্যাজেট। আগ্রহীরা বিস্তারিত জানতে এবং উৎসবে যোগ দিতে ভিজিট করুনঃ http://www.aponzone.com/
এছাড়া ০১৭৯০০২৫৫২৫ এই নাম্বারে ফোন করেও বিস্তারিত জানা এবং সকল পন্য অর্ডার করা যাবে।