আজ শেষ হচ্ছে “১০-১০” অনলাইন শপিং ফেস্টিভ্যাল

আজ শেষ হচ্ছে অনলাইন মেগা শপিং ফেস্টিভ্যাল “১০-১০”। দেশের শীর্ষস্থানীয় ১০টি ই- কমার্স প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়া ১০ দিন ব্যাপী এই ফেস্টিভ্যাল শুরু হয় ১লা অক্টোবর।

অনলাইন ক্রেতারা এই ফেস্টিভ্যালে পাচ্ছে নানা ধরণের অফার আর ডিল। উৎসব চলাকালীন সময়ে সব ক্রেতারা পাচ্ছে সারাদেশে ‘ফ্রি’ ডেলিভারি সুবিধা। এছাড়াও পাচ্ছে বিক্যাশ পেমেন্টে ২০% পর্যন্ত ক্যাশব্যাক। ১০ টি ই-কমার্সের অনেকে নিয়ে এসেছে ৫০% থেকে ৭০% পর্যন্ত ছাড় । আবার অনেকে নিয়ে এসেছে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার।

এছাড়াও এই ১০দিনে যারা এই ১০টি ইকমার্স সাইট থেকে প্রোডাক্ট অর্ডার দিবে, তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে ১০০ জনকে বছাই করে বিশেষ গিফট দেওয়া হবে। প্রথম পুরস্কার ঢাকা-ব্যাংকক-ঢাকা টিকিট, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, ৩য় পুরস্কার স্মার্ট ফোন।

সব মিলিয়ে ১ কোটি টাকা সমমূল্যের ক্যাশব্যাক, ডিসকাউন্ট ও গিফট দেওয়া হবে ১০ দিনের এই মেগা ফেস্টিভালে। ‘১০-১০’ শপিং ফেস্টিভেলের পার্টনার ও পৃষ্টপোষকতা করছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাব, মাস্টারকার্ড ও এসএসএল কমার্জ  

Share This:

*

*