আজকের ডিলে ‘ছাড়ের মারামারি’

দেশের সর্ববৃহৎ ই-কমার্স সাইট আজকের ডিল বছরের সেরা ক্যাশব্যাক উইক অফার ঘোষণা করেছে। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে প্রায় ১০ হাজার আইটেমের পণ্য কেনা যাবে এই ই-কমার্স সাইট থেকে। আজকের ডিল যে ১০ হাজার পণ্যে ছাড় ঘোষণা করেছে সেসব কেনার জন্য ভার্চুয়াল দুনিয়ার কাড়াকাড়ি, মারামারি লেগে যাবে বলে মনে করছেন আজকের ডিল কর্তৃপক্ষ।
শীতের পোশাক, জামা, জুতা, প্রশাধন সামগ্রী, ইলেকক্ট্রনিক পণ্য, গৃহস্থালী পণ্য, মোবাইলফোন, গ্যাজেটস, গহনা, টুলস, ব্যাকপ্যাক, স্মার্ট ঘড়ি, কিচেন এবং ডাইনিং পণ্য, বেডশিটসহ ১০ হাজার পণ্য থেকে বেছে নিতে পারবেন আপনার পছন্দেরটি, সাইটে কী নেই যা আপনার প্রয়োজন মেটাতে পারবে না।
এতে আরও রয়েছে বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের পণ্য সামগ্রী। আজকের ডিল কর্তৃপক্ষ জানিয়েছেন, ক্যাশব্যাক পেতে হলে পণ্যর দাম পরিশোধ করতে হবে বিকাশ ও কার্ডের মাধ্যমে। দাম পরিশোধ করলেই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ছাড়।
ওয়েব ঠিকানা https://ajkerdeal.com/

Share This:

*

*