কম্পিউটার সিটি সেন্টার (মাল্টিপ্ল্যান) দোকান মালিক সমিতির আয়োজনে অষ্টম বারের মতো ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬ (উইন্টার)’ শুরু হচ্ছে আগামীকাল। সাইবার সিকিউরিটি, দি অনলি ওয়ে টু ফ্লাই- শ্লোগানকে সামনে রেখে দেশের বৃহত্তম কম্পিউটার মার্কেট রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে আগামীকাল থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে। মেলা উপলক্ষে আজ জাতীয় প্রেসক্লাবের ভি আই পি লাউঞ্জে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সংবাদ সম্মেলনে কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও মেলার আহবায়ক তৌফিক এহ্সোন বলেন, প্রতিবারের চেয়ে এবার আরও বড়পরিসরে ও জাঁকজমকভাবে মেলাআয়োজন করা হচ্ছে। দেশের সর্বস্তরের মানুষের মাঝে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং এর সুফল ছড়িয়ে দিয়ে, বহুল প্রত্যাশিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ নিয়েই নিয়মিত এ মেলার আয়োজন করাহয়। তিনি আরো বলেন এক সাথে অনেক প্রতিষ্ঠানের মেলায় অংশগ্রহণ উপমহাদেশের বিরল ঘটনা বলে আমরা মনে করছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্ল্যাটিনাম স্পন্সর এর পক্ষে জনাব খাঁজা মোঃ আনাস খান, ডায়মন্ড স্পন্সর ও গ্লোল্ড স্পন্সরের পক্ষে যথাক্রমে প্রতাপ সাহা ও সুমিত কুমার দাস। এবারের মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানীকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি পণ্য প্রদর্শন করবে। মেলা উপলক্ষে এবার বিশেষ আয়োজন হিসেবে থাকছে- প্রযুক্তি পণ্যের উপর আকর্ষনীয় মূল্য ছাড় ও উপহার সামগ্রী, থাকছে র্যাফেল ড্র এর মাধ্যমে আকর্ষনীয় পুরষ্কার, রক্তদান কর্মসূচী, এন্ট্রিপাশের সাথে ফ্রি মুভি দেখার সুব্যবস্থা, ফ্রি ইন্টারনেট, ওয়াই-ফাই, গেমিং জোন, ফটোগ্রাফি ও সেলফি প্রতিযোগীতা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সিকিউরিটি সিস্টেম ও আধুনিক প্রযুক্তি পণ্যের প্রদর্শনী সহ নানা আয়োজন। মেলার চতুর্থ দিনে অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মেলার শেষ দিনে দেওয়া হবে ক্রেষ্ট এবং থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান । পাশাপাশি মেলার শেষ দিনে একটি নিরাপত্তা বিষয়ক সেমিনারেরও আয়োজন করা হবে বলেও জানায় আয়োক কর্তৃপক্ষ। মেলার প্রবেশ মুল্যে ১০ টাকা। তবে স্কুল কলেজ শিক্ষার্থীরা নিজ নিজ পরিচয় পত্র প্রদশৃন করে মেলায় বিনামুল্যে প্রবেশ করতে পারবে। মেলার প্লাটিনাম স্পন্সর এইচপি, এসার, গিগাবাইট। ডায়মন্ড স্পন্সর ডেল, গোল্ড স্পন্সর আসুস, লেনেভো। এছাড়া স্পন্সর হিসেবে থাকছে ইসেট। মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে রাত ৮টায়।