আগামীকাল থেকে কম্পিউটার মেলা

ভার্চুয়াল রিয়েলিটি নকিং দ্য ডোর প্রতিপাদ্য নিয়ে আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হতে যাচ্ছে ‘সিটিআইটি ফেয়ার-২০১৭ কম্পিউটার মেলা’। মেলা শুরু হবে আগামীকাল। কম্পিউটার সিটির আয়োজনে এটি ১৫ তম মেলা। এ উপলক্ষে গতকাল আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের।  এতে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, রায়ানস কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান, হাইটেক প্রফেশনালসের প্রধান নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমান স্বপন, ব্যাতিক্রম ইলেকট্রনিকসের চেয়ারম্যান শাফকাতুল বদরসহ স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

মেলার বিস্তারিত তথ্য তুলে ধরে মুসা মিহির কামাল বলেন, আমাদের মেলায় অন্যান্যবার যে আয়োজনগুলো থাকত তা এবারও থাকছে। সঙ্গে আরও নতুন কিছু যোগ করা হয়েছে। তাই আমরা আশা করছি, এবারের মেলা এর আগের সকল মেলার চেয়ে আরও জমজমাট হবে।  আমরা আমাদের মেলায় ভার্চুয়াল রিয়েলিটির উপর জোর দিচ্ছি। তাই আমরা থ্রি ডি শোর ব্যবস্থা করেছি এতে। রয়েছে লাল-সবুজের সমন্বয়ে স্কাইলাইট, ফটোবুথ। এছাড়াও প্রতিবারের মতো মেলায় থাকছে গেমিং জোন, মেলার শুরুর দিনে সঙ্গীত অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া ছাড় আর উপহার তো থাকছেই।   মেলায় থাকছে ১৫৬ টি স্টল। মেলায় বিভিন্ন অফার ও ছাড় দিয়ে তাদের পণ্য বিক্রি করবে সবাই। মেলার উদ্বোধন করবেন  করবেন সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। ৭ এপ্রিল পর্যন্ত  মেলা চলবে প্রতিদিন ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। মেলায় প্রবেশ টিকিটের ওপর প্রতিদিন র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা পরিচয় পত্র দেখিয়ে মেলায় বিনামূল্যে প্রবেশ করতে পারবে।  মেলার স্পন্সর হিসেবে রয়েছে আসুস, এসার, ডেল, এইচপি, লেনোভো ও র‌্যাপো।

Share This:

*

*