আকাশ পাওয়া যাবে পারফি ইন্টারন্যাশনালে

দেশের প্রথম ও একমাত্র বৈধ ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ এবং অনলাইন কেনা বেচার প্ল্যাটফর্ম পারফি ইন্টারন্যাশনাল সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই করেছে। এ চুক্তির মাধ্যমে খুব সহজে নতুন নতুন গ্রাহকদের আকাশ সংযোগের আওতায় আনতে কাজ করবে পারফি ইন্টারন্যাশনাল।

রাজধানীর গুলশানে বেক্সিকো কমিউনিকেশন্সের হেড অফিসে সম্প্রতি এ সংক্রান্ত চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন আকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. লুৎফুর রহমান ও পারফি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হারুনুর রশিদ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেক্সিকো কমিউনিকেশন্সের হেড অব সেলস্ অ্যান্ড ডিস্ট্রিবিউশন শাহ মুহাম্মাদ মাকসুদুল গনি, হেড অব স্ট্রাটেজিক অ্যান্ড ডিরেক্ট সেল্স মো. রেজাউর রহমান ও কি অ্যাকাউন্ট ম্যানেজার মাহফুজা জামান এবং পারফি ইন্টারন্যাশনালের রিসার্স অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার নাদিম মাহমুদ।

এ চুক্তির আওতায় পারফি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা খুব সহজে আকাশ ডিটিএইচ সংযোগ কিনতে পারবেন। একই সঙ্গে নতুন নতুন গ্রাহকদের কাছে পৌঁছে যাবে আকাশ।

ক্যাপশন: দেশের প্রথম ও একমাত্র বৈধ ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ এবং অনলাইন কেনা বেচার প্ল্যাটফর্ম পারফি ইন্টারন্যাশনাল সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন আকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. লুৎফুর রহমান ও পারফি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হারুনুর রশিদ।

Share This:

*

*