বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ আইসিটি এক্সপো,২০১৬ এর শেষ দিন শনিবার সন্ধ্যায় লেনোভোর ল্যাপটপ কিনে স্ক্রাচকার্ড ঘষে স্মার্টফোন পেয়েছেন একজন সৌভাগ্যবান ক্রেতা। লেনোভোর প্রোডাক্ট ম্যানেজার জনাব খন্দকার খালেদ বিন আহমেদ , অ্যাসিসট্যান্ট ম্যানেজার জনাব রুহুল আমিন এবং সিনিয়র এক্সিকিউটিভ জনাব রফিকুল ইসলাম উপস্থিত থেকে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য যে, মেলা উপলক্ষ্যে প্রতি লেনোভোর পক্ষ্য থেকে ছিল স্বাধীনতা অফার ।অফারের আওতায় লেনোভো ল্যাপটপ ক্রয়ে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতাদের জন্য উপহার হিসেবে ছিলো ব্রাভিয়া এল.ই.ডি টিভি, স্মার্ট ফোন, ট্যাব, মোবাইল ফোন, প্রিন্টার, টি-শার্ট, স্পীকার, মাউস, পেনড্রাইভ সহ আরো নানান আকর্ষনীয় পুরস্কার।