আইল লাইফ অল ইন ওয়ান পিসির সঙ্গে রাউটার উপহার

আইল লাইফ অল ইন ওয়ান পিসির সঙ্গে রাউটার উপহার দিচ্ছে পণ্য পরিবেশক প্রতিষ্ঠান স্টার টেক। অফারটি বিষয়ে আই লাইফ বাংলাদেশী কান্ট্রি ম্যানেজার নাসির উদ্দিন জানিয়েছেন, স্টক থাকা পর্যন্ত স্টার টেকের প্রতিটি বিক্রয় কে›ন্দ্র থেকে এই সুবিধা মিলবে।

তিনি বলেন, ফাইবার ও মেটাল দিয়ে তৈরি সিলভার কালারের জেড পিসি দেখতে খুবই সুন্দর, মসৃণ ও আকর্ষণীয়। প্রথম দর্শনে ম্যাক পিসি মনে হতে পারে। দৃষ্টি ভ্রম হলেও কাজে কর্মে কিন্তু এটি ষোল আনা। এটি কেবল আইম্যকের মতো পাতলাই নয় পাওয়ার ব্যাকআপেও কম যায় না। অরিজিনাল অপারেটিং সিস্টেম থাকায় সমান সুরক্ষিত। উপরন্তু ব্যবহার বান্ধব।

নাসির আরও জানান, ১৭.৩ ইঞ্চি টাচ স্ক্রীন অল ইন ওয়ান পিসিতে রয়েছে ফুল এইচ ডি ডিসপ্লে। জীবন্ত ছবি এইচ ডি গান ও মুভি দেখার জন্য চমৎকার। যেকোনো অফিসিয়াল কাজ খুব সহজেই করতে পারবেন। টাচ স্ক্রীন সুবিধা থাকায় ফিঙ্গার ব্যাবহার করে পিসিতে কমান্ড দেওয়া যাবে। পিক্সেলের পরিমাণ ও বাজেট অনুযায়ী, টাচ ডিসপ্লে, পিসিটির অন্যতম বড় ফিচার। মূল্য: ২৯,৯৯০ টাকা। বিস্তারিত ০১৮৪৭০৫২০৮২, ০১৮৪৭০৫২০৭৪

 

Share This:

*

*