আইলাইফের আলট্রা পোর্টেবল স্লিম ল্যাপটপ বাজারে

যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্র্যান্ড আইলাইফ এনেছে সহজে বহনযোগ্য নতুন ল্যাপটপ। সাশ্রয়ী দামের ‘জেড এয়ার থ্রি’ নামের নতুন ল্যাপটপটির বিশেষত হচ্ছে  মেটালে তৈরি বডিটি সম্পূর্ণ বডি। আকর্ষণীয় ডিজাইন, হালকা ও স্লিম ল্যাপটপটির ওজন মাত্র ১.২ কেজি। ল্যাপটপটিতে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ১৩.৩ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের এই ল্যাপটপে ৭-৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের কাছে ল্যাপটপটি দারুন জনপ্রিয়। জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপে রয়েছে ২.৫ গিগা হার্টজ গতির ইন্টেল পেন্টিয়াম প্রসেসর। রয়েছে ৩ জিবি ডিডিআর থ্রি র‌্যাম সঙ্গে ১২৮ জিবি এসএসডি স্টোরেজ। আরও থাকছে ৩২ জিবি ইএমএমসি স্টোরেজ। প্রয়োজনে স্টোরেজ বাড়ানো যাবে। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম মাত্র ২৯ হাজার ৫০০ টাকা। প্রয়োজনে অনলাইন শপ দারাজ ও পিকাবু থেকে কিস্তিতে কেনা যাবে। বিস্তারিত জানতে ক্লিক করুন https://bit.ly/2RbWQZz ঠিকানায় ও কল করুন ০১৮৪৭০৫২০৮৩, ০১৮৪৭০৫২০৮২ নম্বরে।

সাশ্রয়ী দামের অসাধারণ পারফর্মেন্সের জন্য এই ল্যাপটপটি আপনার চলার পথের সার্বক্ষণিক সঙ্গী হতে পারে। স্টারটেক, রাইয়ান্স কম্পিউটার, ডলফিন, ড্যাফোডিল কম্পিউটার, টেক ভিউ, কম্পিউটার সোর্সসহ জেলা শহর চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, রংপুর, বগুড়া, খুলনাতে অনুমোদিত শো রুমে পাওয়া যাচ্ছে।, এ ছাড়াও অনলাইন শপ দারাজ ও পিকাবু থেকে কিস্তিতে কেনা যাবে।

Share This:

*

*