আইডিবিতে চলছে গিগাবাইট গেমিং ফেস্ট ২০১৮

গেমারদের চাহিদা মেটাতে মঙ্গলবার থেকে  বিসিএস কম্পিউটার সিটিতে (আইডিবি)  শুরু  হয়েছে  ৫ দিন ব্যাপী গিগাবাইট গেমিং ফেস্ট২০১৮। গেমিং প্রতিয়োগিতায় সিএসগো, কড ফোর, রেইনবো সিক্স, ফিফা ১৮, এবং এনএফএস, মোস্ট ওয়ান্টেড গেমগুলোই খেলা হচ্ছে।  গেমিং  ফেস্ট চলাকালীন সময়ে এবং পরবর্তীতে কুইজ পর্ব চলাকালীন সময়ে এতে অংশ নিতে বিসিএস কম্পিউটার সিটিতে আগ্রহীদের উপচেপড়া মানুষের ভীড় লক্ষ করা যায়। গেমার, অফিশিয়াল কর্মকর্তা,  ভিজিটর এর সমন্বয়ে   বিসিএস কম্পিউটার সিটিতে  এক বিশাল গেমিং  মিলনমেলায়  পরিনত হয়।

এই  গেমিং ফেস্ট এ থাকছে তিন লাখ টাকার পুরষ্কার এবং এছাড়া মেলা চলাকালীন সময়ে আইডিবি থেকে গিগাবাইট ও অরোজের পণ্য কিনলে পাবেন বিশেষ উপহার ।

 

Share This:

*

*