সিস্টেমআই টেক ইনস্টিটিউট নামে সম্পূর্ণ ব্যবহারিক ক্লাশ ভিত্তিক আইটি হার্ডওয়্যার প্রশিক্ষণ প্রতিষ্ঠান চালু করেছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড। ডেস্কটপ পিসি, ল্যাপটপ, নেটওয়ার্কিং, সিসিটিভি ও এটেনডেন্স সিস্টেম বিষয়গুলোর উপর তিন মাসের এক্সিকিউটিভ কোর্স করাবে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিস্টেমআই সিইও রাসেল আহমেদ বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের আইটি বিভাগের চাহিদা ও কাজের ধরন অনুযায়ী কোর্স কারিকুলাম সাজানো হয়েছে এবং শিক্ষা কার্যক্রমে সর্বাধুনিক কম্পোনেন্ট বা ডিভাইসের ব্যবহার দেখানো হবে। সিস্টেমআই টেক ইনস্টিটিউট থেকে কাজ শিখে দেশের যেকোন কোম্পানিতে আইটি অফিসার বা হার্ডওয়্যার এক্সপার্ট হিসেবে যেমন কাজ করতে পারবে তেমনি আইটি পণ্য বা সেবামূলক ব্যবসা করাও সম্ভব হবে। আইটি হার্ডওয়্যার প্রশিক্ষণে অংশ নেওয়া প্রথম ২০ জনকে সিস্টেমআই কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে systemeye-inst.com এই ঠিকানায়।