ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-এর ২০১৭-১৮, ২০১৮-১৯ মেয়াদকালের জন্য বিনা প্রতিদ্বন্ধিতায় কার্যনির্বাহী পরিষদের ৭ জন সদস্য নির্বাচিত হয়। এফবিসিসিআই এর সাবেক পরিচালক জনাব আবদুর রাজ্জাক এর নেতৃত্বে গঠিত আইএসপিএবি নির্বাচন বোর্ড-এর তত্ত্বাবধায়নে নির্বাচন কার্য পরিচালিত হয়। এ সময় নির্বাচন বোর্ডের সদস্য জনাব হাজী হাফেজ হারুন ও মো. আবুল খায়ের এবং আপিল বোর্ডের চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম ভরসা, প্রকাশ কান্তি দাস ও জনাব মো. বরকাতুল আলম উপস্থিত ছিলেন।
নির্বাচন শেষে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জনাব আবদুর রাজ্জাক ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন বোর্ড আইএসপিএবি এর কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা, নির্বাচন প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থী, আইএসপিএবি-এর সদস্যরা উপস্থিত ছিলেন। ক্রম কর্মকর্তার নাম ও প্রতিনিধিত্বকারী কোম্পানী পদের নাম
০১ এম.এ. হাকিম, আমবার আইটি লিমিটেড (সভাপতি)
০২ এফ.এম. রাশেদ আমিন ,লিঙ্ক থ্রি টেকনোলজিস লিমিটেড ( সহ-সভাপতি)
০৩ জনাব মোঃ এমদাদুল হক, অপটিম্যাক্স কমিউনিকিউশন লিমিটেড( সাধারণ সম্পাদক)
০৪ মঈন উদ্দিন আহমেদ, মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড (সহ-সাধারণ সম্পাদক)
০৫ সুব্রত সরকার শুভ্র, আলো কমিউনিকেশনস লিমিটেড( কোষাধ্যাক্ষ)
০৬ খন্দকার মোহাম্মদ আরিফ, এডিএন টেলিকম লিমিটেড(পরিচালক)
০৭ মো. কামাল হোসেন, রেস অনলাইন লিমিটেড(পরিচালক)