অ্যাসোসিও ‘আউটস্ট্যান্ডিং আইসিটি কোম্পানি এওয়ার্ড’ পেয়েছে স্মার্ট টেকনোলজিস

এশিয়া-ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলোর সংস্থা অ্যাসোসিওর ‘আউটস্ট্যান্ডিং আইসিটি কোম্পানি এওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশের শীর্ষ আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। গত ১৫ নভেম্বর ২০১৬ মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অনুষ্ঠিত অ্যাসোসিও সামিট ২০১৬ এর নৈশভোজে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম আউটস্ট্যান্ডিং আইসিটি কোম্পানির পুরস্কার গ্রহণ করেন। একই অনুষ্ঠানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ পেয়েছে অ্যাসোসিও ডিজিটাল সরকার পুরস্কার। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহমুদ সাইফুর রহমান সহ বাংলাদেশ কম্পিউটার সমিতি ও বেসিস এর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This:

*

*